Ajker Patrika

কর্মকর্তার বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ

ঠাকুরগাঁও প্রতিনিধি
আপডেট : ২৫ জানুয়ারি ২০২২, ১৫: ০৫
কর্মকর্তার বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার যাদুরানী খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহিদুল্লাহর বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।

উপজেলার যাদুরানী বাজারের চাল ব্যবসায়ী মাকড়াইল শেখ খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহিদুল্লাহর বিরুদ্ধে ১ লাখ ৭০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ এনে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ১৫ জানুয়ারি একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল করিম অভিযোগের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘উপজেলার যাদুরানী খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহিদুল্লাহর বিরুদ্ধে যে প্রতারণার অভিযোগ আনা হয়েছে, সেটি সঠিকভাবে তদন্ত করার জন্য উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা নিখিল চন্দ্র বর্মণকে তদন্ত করে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

তদন্ত কর্মকর্তা নিখিল চন্দ্র বর্মণ বলেন, যাদুরানী খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহিদুল্লাহর বিরুদ্ধে টাকা আত্মসাতের যে অভিযোগ আনা হয়েছে, এর সত্যতা পাওয়া গেছে। দু-এক দিনের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে তদন্ত প্রতিবেদন জমা করা হবে।

অভিযুক্ত মোহাম্মদ শহিদুল্লাহ বলেন, ‘মাকড়াইল শেখ নামের ওই ব্যবসায়ী আমার কাছ থেকে টাকা ধার নিয়েছিল, পরে আমাকে ব্যাংক চেকের মাধ্যমে পরিশোধ করেছে।’

অভিযোগকারী মাকড়াইল শেখ বলেন, ‘যাদুরানী খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহিদুল্লাহ আমার কেনা ২২ টন চাল খাদ্যগুদামে ঢোকাই দেবে—মর্মে দুটি হাসকিং মিলের অ্যাগ্রিমেন্ট করার জন্য ৭০ হাজার টাকা নেন। কয়েক দিন পরে তাঁর বিশেষ প্রয়োজনে আবারও আমার কাছ থেকে আরও ১ লাখ টাকা ধার চান। তাঁর অনুরোধে আমি চেকের মাধ্যমে তাঁকে ১ লাখ টাকা দিই, যা আমার চেকের মুড়ি বইয়ে স্বাক্ষর করা রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সোশ্যাল মিডিয়ায় বিবাদে জড়ালেন বাঁধন ও সাবা

সাবেক কেরানির ২৪টি আলিশান বাড়ি ও ৩০ হাজার কোটির সম্পদ

আরও বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

সব কমিটি থেকে নারীদের সিস্টেমেটিক্যালি সাইড করা হয়েছে: সামান্তা শারমিন

অবরোধকারীদের ‘ভুয়া’ আখ্যা দিয়ে ‘প্রকৃত জুলাই যোদ্ধাদের’ হামলা, পুলিশের লাঠিপেটায় শাহবাগ ফাঁকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত