খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার খোকসার বাজারগুলোতে শীতের আগাম শাক সবজি আসতে শুরু করেছে গত কয়েক সপ্তাহ ধরে। সবজির সরবরাহ দিনে দিনে বাড়লেও দাম কমছে না।
গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে কেজি প্রতি সবজির দাম বেড়েছে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত।
বিক্রেতারা জানিয়েছেন, এ সপ্তাহ থেকে বাজারে শীতকালীন শাক-সবজির সরবরাহ বাড়লেও দাম কমেনি বরং বেড়েছে। তবে শীত যত বাড়বে সবজির সরবরাহ আরও বাড়বে এবং তখন হয়ত দাম কমবে।
ক্রেতারা জানান, শীতের আগাম সবজি কেনার আগ্রহ থাকে অধিকাংশ ক্রেতারই। এই সুযোগকে কাজে লাগিয়ে প্রতিবছরই ব্যবসায়ীরা আগাম শীতের সবজিকে পুঁজি করে দাম হাঁকান।
উপজেলার বাজারগুলো ঘুরে দেখা গেছে, কেজি প্রতি ফুলকপি ৮০-৮৫ টাকা, পাতাকপি ৫০-৫৫ টাকা, পালংশাক ৪০-৫০ টাকা, ধণেপাতা ১৫০-১৬০ টাকা, মুলা ৩০ টাকা, বেগুন প্রতি কেজি ৫০-৫৫ টাকা, কচু ৩০ টাকা, পটল ৩৫ টাকা, ঝিঙে ৪০ টাকা, শিম ৫০ টাকা, কঁচুরমুখী ৩০ টাকা, পেঁপে ১৫ টাকা, কাঁচকলা ৩০ টাকা হালি, ঢেঁড়শ ৪০ টাকা, মিষ্টি কুমড়া ৪০ টাকা, লাউ আকার ভেদে প্রতি পিচ ২৫-৩৫ টাকা, লালশাক ১৫-২০ টাকা আটি, প্রতি কেজি কাঁচা মরিচ ৯০-১০০ টাকা দরে বিক্রি হচ্ছে।
খোকসা পৌর বাজারের সবজি ব্যবসায়ী শিমুল হোসেন বলেন, আমদানি কম তাই দাম বেশি। তবে বাজারে শীতের আগাম সবজির সরবরাহ বাড়ছে। তাই আশা করা যায় কিছুদিনের মধ্যে দাম কমে যাবে।
কমলাপুর গার্লস স্কুলের মোড়ের সবজি বিক্রেতা রাশিদুল ইসলাম রাসু জানান, ‘বর্তমানে বাজারের সবজির দাম সহনীয়। তবে কয়েকটি সবজির দাম একটু বেশি। তাছাড়া আগাম শীতের সবজির দাম একটু বেশি কারণ বাজারে প্রাপ্তির তুলনায় সরবরাহ কম। অপরদিকে কৃষকরাও নতুন সবজির দাম একটু বেশি রাখে।
কমলাপুরের জাহিদ হাসান এসেছেন খোকসা পৌরবাজারে সপ্তাহের বাজার করতে।
তিনি বলেন, সবজি এখন ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। তাই সবজি কিনতে গেলে আর মাছ-মাংস কেনা সম্ভব হচ্ছে না। তিনি আরো বললেন, শীতের সবজি বাজারে আসা শুরু করলেও দাম কমেনি।
মায়ের দোয়া ভান্ডার আড়তের মালিক রহিম উদ্দিন শেখ বলেন, ‘বন্যার কারণে অনেক অঞ্চলের সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। এ কারণে বাজারে শীতের সবজির প্রবাহ কিছুটা কম। তবে নভেম্বরের মাঝামাঝি সময়ে শীতের সবজির সরবরাহ আরও বাড়বে। তখন দামও স্বাভাবিক হয়ে আসবে।’
কুষ্টিয়ার খোকসার বাজারগুলোতে শীতের আগাম শাক সবজি আসতে শুরু করেছে গত কয়েক সপ্তাহ ধরে। সবজির সরবরাহ দিনে দিনে বাড়লেও দাম কমছে না।
গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে কেজি প্রতি সবজির দাম বেড়েছে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত।
বিক্রেতারা জানিয়েছেন, এ সপ্তাহ থেকে বাজারে শীতকালীন শাক-সবজির সরবরাহ বাড়লেও দাম কমেনি বরং বেড়েছে। তবে শীত যত বাড়বে সবজির সরবরাহ আরও বাড়বে এবং তখন হয়ত দাম কমবে।
ক্রেতারা জানান, শীতের আগাম সবজি কেনার আগ্রহ থাকে অধিকাংশ ক্রেতারই। এই সুযোগকে কাজে লাগিয়ে প্রতিবছরই ব্যবসায়ীরা আগাম শীতের সবজিকে পুঁজি করে দাম হাঁকান।
উপজেলার বাজারগুলো ঘুরে দেখা গেছে, কেজি প্রতি ফুলকপি ৮০-৮৫ টাকা, পাতাকপি ৫০-৫৫ টাকা, পালংশাক ৪০-৫০ টাকা, ধণেপাতা ১৫০-১৬০ টাকা, মুলা ৩০ টাকা, বেগুন প্রতি কেজি ৫০-৫৫ টাকা, কচু ৩০ টাকা, পটল ৩৫ টাকা, ঝিঙে ৪০ টাকা, শিম ৫০ টাকা, কঁচুরমুখী ৩০ টাকা, পেঁপে ১৫ টাকা, কাঁচকলা ৩০ টাকা হালি, ঢেঁড়শ ৪০ টাকা, মিষ্টি কুমড়া ৪০ টাকা, লাউ আকার ভেদে প্রতি পিচ ২৫-৩৫ টাকা, লালশাক ১৫-২০ টাকা আটি, প্রতি কেজি কাঁচা মরিচ ৯০-১০০ টাকা দরে বিক্রি হচ্ছে।
খোকসা পৌর বাজারের সবজি ব্যবসায়ী শিমুল হোসেন বলেন, আমদানি কম তাই দাম বেশি। তবে বাজারে শীতের আগাম সবজির সরবরাহ বাড়ছে। তাই আশা করা যায় কিছুদিনের মধ্যে দাম কমে যাবে।
কমলাপুর গার্লস স্কুলের মোড়ের সবজি বিক্রেতা রাশিদুল ইসলাম রাসু জানান, ‘বর্তমানে বাজারের সবজির দাম সহনীয়। তবে কয়েকটি সবজির দাম একটু বেশি। তাছাড়া আগাম শীতের সবজির দাম একটু বেশি কারণ বাজারে প্রাপ্তির তুলনায় সরবরাহ কম। অপরদিকে কৃষকরাও নতুন সবজির দাম একটু বেশি রাখে।
কমলাপুরের জাহিদ হাসান এসেছেন খোকসা পৌরবাজারে সপ্তাহের বাজার করতে।
তিনি বলেন, সবজি এখন ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। তাই সবজি কিনতে গেলে আর মাছ-মাংস কেনা সম্ভব হচ্ছে না। তিনি আরো বললেন, শীতের সবজি বাজারে আসা শুরু করলেও দাম কমেনি।
মায়ের দোয়া ভান্ডার আড়তের মালিক রহিম উদ্দিন শেখ বলেন, ‘বন্যার কারণে অনেক অঞ্চলের সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। এ কারণে বাজারে শীতের সবজির প্রবাহ কিছুটা কম। তবে নভেম্বরের মাঝামাঝি সময়ে শীতের সবজির সরবরাহ আরও বাড়বে। তখন দামও স্বাভাবিক হয়ে আসবে।’
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৭ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪