Ajker Patrika

শিবালয়ের সাত ইউপিতে আ.লীগের ৯ বিদ্রোহী

শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২২ জানুয়ারি ২০২২, ১২: ৫৯
শিবালয়ের সাত ইউপিতে আ.লীগের ৯ বিদ্রোহী

মানিকগঞ্জের শিবালয়ের সাত ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনের ভোট গ্রহণ হবে আগামী ৩১ জানুয়ারি। এতে চেয়ারম্যান পদে ৩৩ জন, ইউপি সদস্য পদে ২৪২ জন এবং সংরক্ষিত নারী ইউপি সদস্য পদে ৮৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে সাতজন আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মী দলটির মনোনীত প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী হিসেবে নির্বাচন করছেন।

গত ১৩ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহার এবং ১৪ জানুয়ারি প্রতীক বরাদ্দের পর আওয়ামী লীগের সাত বিদ্রোহী আছেন ভোটের মাঠে। তাঁদের বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নেয়নি মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠন। এ নিয়ে আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

আওয়ামী লীগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার তেওতা ইউপিতে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন আবুল বাশার সুমন। তাঁর বিরুদ্ধে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল করিম, সদস্য মোশারফ হোসেন ও ফজলুর রহমান মিলিটারি বিদ্রোহী প্রার্থী হিসেবে লড়ছেন।

শিবালয় মডেল ইউপিতে উপজেলা যুবলীগ সাবেক আহ্বায়ক এম এইচ এফ শাহরিয়ার হালিম ফকির পেয়েছেন নৌকা প্রতীক। তবে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুস সালাম ও ইউনিয়ন যুবলীগ সদস্য মোহশীন রাজু তাঁর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হয়েছেন। উথলী ইউপিতে নৌকা প্রতীকের প্রার্থী আব্বাস আলীর বিরুদ্ধে বিদ্রোহী হিসেবে আছেন বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মাসুদুর রহমান মাসুদ।

আরুয়া ইউপির বর্তমান চেয়ারম্যান আক্তারুজ্জামান খান মাসুম পুনরায় নৌকা প্রতীক পেয়েছেন। এ ইউপিতে তাঁর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মোন্তাকিম রহমান খান অনিক। তিনি শিবালয় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউর রহমান খান জানুর ভাতিজা। উলাইল ইউপিতে নৌকা প্রতীকে নির্বাচন করছেন আবদুল মান্নান। বর্তমান চেয়ারম্যান আনিসুর রহমান আনিস স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করলেও এখানে আওয়ামী লীগের কোনো বিদ্রোহী প্রার্থী নেই।

মহাদেবপুর ইউপিতে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন মহিদুজ্জামান তড়িৎ। তাঁর বিপরীতে বিদ্রোহী প্রার্থী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বাউল জালাল সরকার। তিনি গত বছর নৌকা প্রতীকে নির্বাচন করে হেরেছিলেন। শিমুলিয়া ইউপিতে গত নির্বাচনের প্রার্থী জহির উদ্দিন মানিক এবারও নৌকা পেয়েছেন। তবে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রহমান মৃধা তাঁর বিপরীতে বিদ্রোহী প্রার্থী হয়েছেন।

এদিকে, বিদ্রোহী প্রার্থীতে নৌকাডুবির আশঙ্কা করছেন আওয়ামী লীগ নেতা-কর্মীরা। উপজেলা আওয়ামী লীগের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, নৌকা প্রতীকে যোগ্য প্রার্থী মনোনীত না করায় তৃণমূল পর্যায়ে নেতা-কর্মীরা ক্ষুব্ধ। এ কারণে অনেকে বিদ্রোহী প্রার্থীদের পক্ষ নিয়ে নির্বাচনী মাঠে সক্রিয় রয়েছে। ফলে, কর্মীসংকট দেখে সাধারণ ভোটারদের মাঝে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এতে নৌকা প্রতীকের প্রার্থীদের ভরাডুবির আশঙ্কা রয়েছে।

শিবালয় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করা বিদ্রোহী প্রার্থীদের দল থেকে বহিষ্কারের জন্য জেলা আওয়ামী লীগ নেতাদের সুপারিশসহ একটি তালিকা দলের কেন্দ্রীয় দপ্তরে পাঠানো হয়েছে। যেকোনো সময় কেন্দ্রীয়ভাবে তাঁদের বহিষ্কারাদেশ আসতে পারে। এ ছাড়া নৌকা প্রতীকের প্রার্থীদের বিজয়ের জন্য দলীয় নেতা-কর্মীদের ভোটের মাঠে কাজ করার নির্দেশনা দেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত