Ajker Patrika

অটোমালিকেরা পেলেন শুভেচ্ছা উপহার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২১, ১৩: ১৮
অটোমালিকেরা পেলেন শুভেচ্ছা উপহার

‘আমার গাড়ি নিরাপদ’ কার্যক্রমে আওতায় নিবন্ধিত সিএনজিচালিত অটোরিকশার মালিক ও চালকেরা শুভেচ্ছামূলক উপহারসামগ্রী পেয়েছেন।

গতকাল রোববার বিকেল ৩টায় নগরীর জিইসি মোড়ে বিদ্যানন্দ ফাউন্ডেশনের সহযোগিতায় এসব উপহারসামগ্রী তুলে দেন সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর।

এ সময় সিএমপি কমিশনার বলেন, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা ও নিরাপদ অনুভূতি ছড়িয়ে দেওয়াই এ কার্যক্রমের মূল উদ্দেশ্য। বিভিন্ন সময় সাধারণ যাত্রীরা তাঁদের মূল্যবান সামগ্রী অটোরিকশায় ফেলে যান। তাঁরা যদি নিউমেরিক আইডি অথবা কিউআর কোড স্ক্যান করে রাখেন পরবর্তীতে সহজেই সেই অটোরিকশা খুঁজে পাওয়া সম্ভব। এতে অটোরিকশার মাধ্যমে সংঘটিত অপরাধ সহজেই উদ্ঘাটন ও নিয়ন্ত্রণ করা যাবে বলেও মন্তব্য করে তিনি।

ট্রাফিক পুলিশ সূত্রে জানা গেছে, এই কার্যক্রমের আওতায় বিআরটিএ কর্তৃক অনুমোদিত ১৩ হাজার সিএনজিচালিত অটোরিকশার নিবন্ধন চলছে। নগরীর ৮টি পয়েন্টে স্থাপিত বুথে ট্রাফিক পুলিশ নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করছেন। উপহার সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন সিএমপি অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ, উপকমিশনার (উত্তর) মোখলেছুর রহমান, উপকমিশনার (ট্রাফিক-উত্তর) মো. জয়নুল আবেদীন, অতিরিক্ত উপকমিশনার (ট্রাফিক-উত্তর) মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ, অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) মো. শাহাদাৎ হুসেন রাসেল, সিনিয়র সহকারী কমিশনার (ট্রাফিক-উত্তর) মো. মমতাজ উদ্দিন, টিআই (প্রশাসন-উত্তর) মো. সেলিমুর রহমান, টিআই (পাঁচলাইশ) গাজী মো. শেখ আবদুল্লাহ, টিআই (প্রবর্তক) মঞ্জুর হোসাইন প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালালে তৃতীয় টার্মিনাল চালুতে বাধা, রাজস্ব ভাগাভাগি নিয়ে টানাপোড়েন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

বিশ্ববিদ্যালয়ের কোন নিয়ম ভঙ্গের জন্য ট্রান্স নারী শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার, জানতে চান ১৬২ নাগরিক

ঝুঁকিপূর্ণ সম্পদ নিয়ে হাবুডুবু খাচ্ছে এবি ব্যাংক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত