Ajker Patrika

বোরকা নিয়েও আপত্তি আসামের মুখ্যমন্ত্রীর

কলকাতা প্রতিনিধি
আপডেট : ৩১ ডিসেম্বর ২০২১, ১০: ০০
বোরকা নিয়েও আপত্তি আসামের মুখ্যমন্ত্রীর

বোরকা পরা ভারতীয় সংস্কৃতিতে নেই, এই যুক্তি দেখিয়ে দেশটির আসাম রাজ্যে মুসলিম নারীদের বোরকা পরা নিয়ে আপত্তি তুলেছে শাসক দল বিজেপি। ইতিমধ্যেই আসামের সমস্ত সরকারি মাদ্রাসা বন্ধ করে দিয়েছে বিজেপি সরকার। অভিযোগ রয়েছে মুসলিম অধ্যুষিত এলাকায় উচ্ছেদ অভিযান চালানোরও।

এবার বোরকা পরা নিয়েও আপত্তি তুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার রাজনৈতিক সচিব তথা বিজেপি বিধায়ক জয়ন্ত মল্ল বড়ুয়া। গতকাল আসামের নলবাড়িতে এক অনুষ্ঠানে তিনি দাবি করেন, বোরকা পরিয়ে মুসলিম নারীদের অধিকার দাবিয়ে রাখা হচ্ছে। তাই উদারমনস্ক নারীদেরই বোরকার বিরুদ্ধে আন্দোলনে সামিল হওয়া উচিত।

এর আগে, উত্তর প্রদেশে বোরকা পরা নিয়ে আপত্তি তুলেছিলেন বিজেপির মন্ত্রী আনন্দ স্বরূপ শুক্লা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত