Ajker Patrika

ব্লাড ক্যানসারে কলেজছাত্রের মৃত্যু

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
আপডেট : ১১ জানুয়ারি ২০২২, ১২: ০৬
Thumbnail image

ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়ে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে রনিদাস (২১) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। গত রোববার রাতে চিকিৎসার উদ্দেশ্যে রাজধানী ঢাকায় নেওয়ার পথে নরসিংদী এলাকায় মারা যান রনি।

রনিদাস উপজেলার অরুয়াইল ইউনিয়নের বাদে অরুয়াইল গ্রামের হরিধন দাসের বড় ছেলে। তিনি উপজেলার আবদুস সাত্তার ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের (সম্মান) ছাত্র ছিলেন। রোববার রাতেই তাঁকে উপজেলার অরুয়াইল মহাশ্মশানে দাহ করা হয়।

আবদুস সাত্তার ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রেহান উদ্দিন বলেন, ছাত্র হিসেবে রনি অনেক মেধাবী ছিলেন। এককথায় অসাধারণ একটা ছেলে ছিলেন রনি। আমাদের সবারই খুব প্রিয় ছিলেন তিনি।

রনির সহপাঠী সোহাগ চৌধুরী কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘রনির ক্যানসার হয়েছে জানি। রনি এত অল্প বয়সে চিরতরে চলে যাবে তা জানতাম না। তাঁর মৃত্যুটা মেনে নিতে আজ কষ্ট হচ্ছে। আমি কথা বলতে গিয়ে আমার দুচোখে জল ভরে গেছে। রনির জন্য শুধু আমি নয়, সব বন্ধুবান্ধবরা কাঁদছে। রনি ছিল বন্ধুসুলভ ও আড্ডাপ্রিয় পরোপকারী ছেলে।’

রনির পিতা হরিধন দাস বলেন, ‘আমার সব স্বপ্ন শ্মশানে মিশে গেছে। রনি নাই কথাটা ভাবতে কষ্ট হচ্ছে। ইচ্ছা ছিল রনিকে কলেজের প্রফেসর বানাব। আমার ইচ্ছা আজ আকাশে ছাই হয়ে উড়ে গেল। সৃষ্টিকর্তা যেন আমার ছেলেকে স্বর্গবাসী করে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত