Ajker Patrika

বাজারে আসছে নতুন চাল, তবু দাম বাড়ছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৩ মে ২০২৪, ০৮: ১৪
বাজারে আসছে নতুন চাল, তবু দাম বাড়ছে

বাজারে চলতি বোরো মৌসুমের নতুন চাল ওঠা শুরু হয়েছে। এরপরও দাম বাড়াচ্ছেন ব্যবসায়ীরা। কেজিপ্রতি চার টাকা পর্যন্ত বাড়িয়েছেন তাঁরা। অবশ্য পাইকারি ব্যবসায়ীরা বলছেন, নতুন চালের সরবরাহ বাড়লে দাম কমবে। এদিকে সরকার গত বছরের তুলনায় কেজিপ্রতি ১ টাকা বেশি দামে চাল কিনছে।

খাদ্য মন্ত্রণালয় সূত্র বলেছে, চলতি বছর ৪৫ টাকা কেজি দরে ১১ লাখ টন মোটা চাল কিনছে সরকার। গত বছর মোটা চাল কিনেছিল ৪৪ টাকায়। চলতি বছর ৩২ টাকা কেজি দরে ৫ লাখ টন ধান কিনছে সরকার। গত বছর ৩০ টাকায় ধান কিনেছিল সরকার। খাদ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশের সরকারি গুদামে ৩০ এপ্রিল পর্যন্ত মোটা চালের মজুত ছিল ৭ লাখ ৮৬ হাজার ৩৭৯ টন।

খোঁজ নিয়ে জানা গেছে, চলতি সপ্তাহে রাজধানীর পুরান ঢাকার বাবুবাজার ও বাদামতলীতে বোরো মৌসুমের মিনিকেট ও বিআর-২৮ জাতের চাল উঠেছে। শুরুতে প্রতিকেজি মিনিকেট চাল ৬৬-৬৭ টাকায় বিক্রি হয়। আর বিআর-২৮ চাল বিক্রি হয়েছে ৫১-৫২ টাকায়। গত বছর বাজারে বোরো মৌসুমের চাল ওঠার শুরুতে মিনিকেটের দাম ছিল ৬২-৬৩ টাকা। গত বছর বিআর-২৮ চালের দাম ছিল ৪৭-৪৮ টাকা।

বাবুবাজারের মেসার্স রশিদ ট্রেডার্সের মালিক আবদুর রশিদ বলেন, কুষ্টিয়ার দাদা রাইস ও সালাম রাইস মিল থেকে তিনি ৫২০ বস্তা মিনিকেট ও বিআর-২৮ চাল আনেন। শুরুতে দাম বেশি থাকলেও বর্তমানে কিছুটা কমে বিক্রি করছেন মিলমালিকেরা। সরবরাহ বাড়লে দাম আরও কিছুটা কমবে। একই বাজারের মেসার্স মা-বাবার দোয়া রাইস এজেন্সির মালিক মিনর হোসেন বলেন, এবার সরকার চালের বাড়তি দাম দেওয়ায় মিলমালিকেরাও বাড়তি দামে বিক্রি করছেন। শুরুতে ময়মনসিংহ ও শেরপুর অঞ্চলের চাল বাজারে উঠেছে। পর্যায়ক্রমে অন্যান্য অঞ্চলের চাল ওঠা শুরু হবে। 

রাষ্ট্রায়ত্ত বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের হিসাব অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার প্রতি কেজি সরু চাল বিক্রি হয়েছে ৬৬-৭৬ টাকা, মাঝারি মানের ৫৪-৫৮ টাকা এবং মোটা চাল ৫০-৫৪ টাকায় বিক্রি হয়েছে।

শুরুতে চালের বাড়তি দাম নেওয়ার বিষয়ে জানতে চাইলে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সহসভাপতি এস এম নাজের হোসেন আজকের পত্রিকাকে বলেন, ব্যবসায়ীরা চাইলেই দাম বাড়াতে পারেন। দাম বাড়িয়েও তাঁরা প্রতিবারই পার পেয়ে যাচ্ছেন। কাজেই এটি তাঁদের স্বভাবে পরিণত হয়েছে। চালের বাজারে তদারকি নেই বলে এমন অবস্থা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত