Ajker Patrika

কাপাসিয়ার ১১ ইউনিয়ন পরিষদে ভোট আজ

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
আপডেট : ১১ নভেম্বর ২০২১, ১৩: ৪৮
Thumbnail image

গাজীপুরের কাপাসিয়া উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ বৃহস্পতিবার। গতকাল বুধবার নির্বাচনের ব্যালট বাক্সসহ অন্যান্য উপকরণ নির্বাচনী কেন্দ্রে পৌঁছেছে। আজ বৃহস্পতিবার ভোটের দিন সকালে পৌঁছাবে ব্যালট পেপার।

কাপাসিয়া উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ১১ ইউনিয়নে ৪৪ জন চেয়ারম্যান ৪০১ জন সাধারণ সদস্য ও ১১০ জন সংরক্ষিত মহিলা সদস্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। উপজেলায় মোট ১২৩ ভোটকেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এতে ১ লাখ ৪২ হাজার ৩০১ জন পুরুষ ও ১ লাখ ৪৪ হাজার ৩৯৮ জন নারী ভোটার ভোট দেবেন।

নির্বাচনের প্রস্তুতি বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আবুল বাশার বলেন, শতভাগ সুষ্ঠু নির্বাচনের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বুধবার সকল ভোটকেন্দ্রে ভোটগ্রহণের যাবতীয় সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়েছে। শুধু বৃহস্পতিবার সকালে সব ভোটকেন্দ্রে ব্যালট পেপার পৌঁছে দেওয়া হবে।

কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম গোলাম মোর্শেদ খান বলেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রতিটি ইউনিয়নের একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবেন। নির্বাচনে চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এ ছাড়া পুলিশ, র‍্যাব ও বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী মাঠে থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত