Ajker Patrika

আচরণবিধি না মানায় ১৫ প্রার্থীকে জরিমানা

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ১৩: ০৬
আচরণবিধি না মানায় ১৫ প্রার্থীকে জরিমানা

কুষ্টিয়ার কুমারখালীতে আচরণবিধি না মানায় ১৫ প্রার্থীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার দুপুর থেকে বিকেলে পর্যন্ত উপজেলার বাগুলাট, চাদপুর, পান্টি ও যদুবয়রা ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত পরিচালনা করেন আচরণবিধি প্রতিপালনে নিয়োগপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামান্না তাসনীম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, পোস্টারের আকার, আকৃতি, রং ও লাগানো ঠিক না থাকার অপরাধে চার চেয়ারম্যান ও ১১ সদস্য প্রার্থীকে ৫৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তামান্না তাসনীম জানান, আচরণবিধি প্রতিপালনে মনিটরিং টিম কাজ করছে। নিয়মিত অভিযান ও আদালত পরিচালনা করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত