Ajker Patrika

ব্রাজিল ও ইতালির শেষ আট আজ

ব্রাজিল ও ইতালির শেষ আট আজ

আন্তর্জাতিক ফুটবলে উদীয়মান তারকাদের উঠে আসার মঞ্চ বলা হয় অনূর্ধ্ব-২০ ফিফা বিশ্বকাপকে। ম্যারাডোনা থেকে মেসি, ফিগো থেকে রুই কস্তা, ইনিয়েস্তা থেকে জাভি, রোনালদিনহো থেকে দানি আলভেজ—ফুটবলের আন্তর্জাতিক মঞ্চে ফুল হয়ে ফোটার আগে ‘কুড়ি’ হয়েই তাঁরা ধরা দিয়েছিলেন যুব বিশ্বকাপে। এবার এ টুর্নামেন্টের নতুন আবিষ্কার কে?

গ্রুপ পর্বের পর শেষ ষোলো, আর আজ থেকে টুর্নামেন্ট গড়াচ্ছে কোয়ার্টার ফাইনালে। তবে টুর্নামেন্টের স্বাগতিক ও সবচেয়ে বেশি ছয়বার শিরোপা জেতা  আর্জেন্টিনা ছিটকে পড়েছে দ্বিতীয় রাউন্ডেই। চিরপ্রতিদ্বন্দ্বীদের অনুপস্থিতিতে টুর্নামেন্টের ফেবারিট ধরা হচ্ছে ব্রাজিলকে। তাদের জোরালো প্রতিদ্বন্দ্বী ইতালি। ৫ গোল নিয়ে এখন পর্যন্ত টুর্নামেন্টের গোলদাতা ইতালিরই কাসারে কাসাডেই। ৪ গোল নিয়ে তালিকার পরের অবস্থানে যৌথভাবে আছেন ব্রাজিলের মার্কোস লিওনার্দো ও কলম্বিয়ার অস্কার কর্তেস। কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনাল পর্বেই হয়তো ইঙ্গিত পাওয়া যেতে পারে, কে হচ্ছেন টুর্নামেন্টসেরা।

শেষ আট আগেই নিশ্চিত করেছিল ব্রাজিল, ইতালি, ইসরায়েল, নাইজেরিয়া ও যুক্তরাষ্ট্র। পরশু তাদের সঙ্গে যোগ দিয়েছে উরুগুয়ে ও দক্ষিণ কোরিয়া।

আজ ও আগামীকাল হবে চারটি কোয়ার্টার ফাইনাল। প্রথম দিনই মুখোমুখি ব্রাজিল-ইসরায়েল। দিনের দ্বিতীয় ম্যাচে ইতালির প্রতিপক্ষ কলম্বিয়া।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত