Ajker Patrika

জামানত হারাচ্ছেন বৈকারীর চেয়ারম্যান

সাতক্ষীরা প্রতিনিধি
আপডেট : ১৪ নভেম্বর ২০২১, ১৮: ২১
জামানত হারাচ্ছেন বৈকারীর চেয়ারম্যান

জামানত হারাতে যাচ্ছেন সাতক্ষীরার সদর উপজেলা বৈকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী মো.আসাদুজ্জামান অসলে। সাম্প্রতিক সময়ে সাতক্ষীরায় নৌকা প্রতীক নিয়ে জামানত হারানোর ঘটনা বিরল। এ ঘটনায় সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে সদর উপজেলায়।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার প্রদেয় ভোটের ৮ ভাগের ১ ভাগ না পেলে সেই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়। সদর উপজেলার বৈকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে ভোট পড়েছে ১২ হাজার ১০৮টি। জামানত ফিরে পেতে তাঁকে ভোট পেতে হতো ১ হাজার ৫১৩ টি। অথচ আসাদুজ্জামান অসলে ভোট পেয়েছেন ১ হাজার ১২৫ ভোট। জামানত ফিরে পেতে তাকে আরও ৩৮৮টি ভোট বেশি পেতে হতো। এই কারণে জামানত হারাতে হচ্ছে তাঁকে। মো. আসাদুজ্জামান অসলে সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এবং বৈকারী ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান।

গত বৃহস্পতিবার সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হওয়ার পর খলিলনগর কেন্দ্রে সংঘর্ষের ঘটনায় অসলে আহত হন। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

বৈকারী ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবু মো. মোস্তফা কামাল মোটরসাইকেল প্রতীকে ১০ হাজার ২৯২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এ ইউনিয়নে অপর প্রার্থী জামায়াত সমর্থিত মো. জালাল উদ্দীন আনারস প্রতীকে পেয়েছেন ৬৯১ ভোট।

নাম প্রকাশে অনিচ্ছুক বৈকারী ইউনিয়নের একজন ভোটার জানান, নানা কর্মকাণ্ডে বিতর্কিত হয়ে পড়েছিলেন আসাদুজ্জামান অসলে। সেই কারণে তরুণ ও স্বচ্ছ ইমেজের প্রার্থী মোস্তফা কামালকে বেছে নিয়েছে ইউনিয়নবাসী। তিনি আসাদুজ্জামান অসলের পথে না হাটতে মোস্তফা কামালকে অনুরোধ করেন।

জেলা নির্বাচন কর্মকর্তা নাজমুল কবির জানান, বিধি অনুযায়ী এক অষ্টমাংশ ভোট যিনি পাবেননা, তিনি জামানত ফিরে পাবেননা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...