Ajker Patrika

বার্ষিক কর্মসম্পাদন চুক্তি মূল্যায়ন

সিলেট প্রতিনিধি
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ১৫: ০৯
বার্ষিক কর্মসম্পাদন চুক্তি মূল্যায়ন

বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) মূল্যায়নে দেশের ৪৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে ষষ্ঠ হয়েছে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় (সিমেবি)। দেশের চারটি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মধ্যে এই বিশ্ববিদ্যালয়ের অবস্থান সবার শীর্ষে।

২০২০-২১ অর্থবছরে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের আওতাধীন বিশ্ববিদ্যালয়সমূহের মধ্যে ৮১ দশমিক ৫ নম্বর পেয়ে ষষ্ঠ স্থান অর্জন করেছে এই বিশ্ববিদ্যালয়টি।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) মূল্যায়ন প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ২০২০-২১ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন মূল্যায়নে সিলেট বিভাগের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করেছে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং দেশের চারটি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মধ্যেও এই বিশ্ববিদ্যালয়ের অবস্থান সবার শীর্ষে।

সরকারি দপ্তরর-সংস্থা ও প্রতিষ্ঠানের কর্মদক্ষতা ও দায়বদ্ধতা বাড়ানোর লক্ষ্যে ২০১৪-১৫ অর্থবছরে এই বার্ষিক কর্মসম্পাদন চুক্তির (এপিএ) প্রবর্তন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোর্শেদ আহমেদ চৌধুরী বলেন, ‘নতুন বিশ্ববিদ্যালয়, নানা চ্যালেঞ্জ স্বত্বেও আমাদের কর্মকর্তা ও কর্মচারীরা যে একাগ্রচিত্তে কাজ করে চলেছেন এই স্বীকৃতি তারই প্রমাণ। ভবিষ্যতে চিকিৎসা শিক্ষা-গবেষণায় এই বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে এ স্বীকৃতি অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

বগুড়ায় ইফতারের পর ডেকে নিয়ে যুবককে হত্যা

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত