Ajker Patrika

পুলিশের কাছে ধরাশায়ী মিশা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ৩১ অক্টোবর ২০২১, ১৪: ৫৯
পুলিশের কাছে ধরাশায়ী মিশা

একের পর এক অপরাধ করে শেষমেশ পুলিশের হাতেই ধরাশায়ী হন খলনায়ক মিশা সওদাগর। এমন ঘটনা সিনেমার দৃশ্যে বহুবার দেখা গেছে। এবার ফুটবল খেলার মাঠেও দুই গোল খেয়ে সেই পুলিশের কাছেই দলবলসহ ধরাশায়ী হলেন এই তারকা।

গতকাল শনিবার তেজগাঁওয়ে বিজি প্রেস মাঠে চলচ্চিত্রজগতের তারকা এবং পুলিশের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এই ম্যাচে তারকাদের দলের নেতৃত্ব দেন গোলকিপার মিশা। ম্যাচের প্রথম ও দ্বিতীয়ার্ধে তাঁকে দুবার পরাস্ত করে দুই গোল করেন পুলিশের তেজগাঁও থানার ইন্সপেক্টর (তদন্ত) মহিউদ্দিন আহমেদ। কমিউনিটি পুলিশিং ডে ২০২১ উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের আয়োজনে ম্যাচটি অনুষ্ঠিত হয়। আধা ঘণ্টা করে মোট এক ঘণ্টা চলে ম্যাচটি।

ম্যাচ শেষে ঠাট্টা করে মিশা সওদাগর সাংবাদিকদের বলেন, ‘আগে থেকেই কথা ছিল আমাদের হারতে হবে।’ এ সময় তিনি সন্ত্রাস ও মাদকের মতো অপরাধ দমনে পুলিশের ভূমিকা নিয়ে প্রশংসা করেন।

তেজগাঁও বিভাগের ডিসি শহীদুল্লাহ্ বলেন, ‘হারজিত বড় কথা নয়, সম্প্রীতি ছড়িয়ে দিতেই আমাদের এ আয়োজন।’

চলচ্চিত্রজগতের তারকাদের দলে ছিলেন ডিপজল, রুবেল, জায়েদ খান, আলেকজান্ডার বো, নিরব, সম্রাট, বিলাস, জয়, ইমন, সুব্রত, সানজুজন, বাপ্পী ও ওমর সানি। তেজগাঁও বিভাগের উপকমিশনার মোহাম্মদ শহীদুল্লাহ্‌র নেতৃত্বে পুলিশের দলে তেজগাঁও, মোহাম্মদপুর ও হাতিরঝিল থানার পুলিশ কর্মকর্তারা অংশ নেন। ম্যাচ পরিচালনা করেন জাতীয় দলের সাবেক ফুটবলার জালাল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত