বিনোদন ডেস্ক
ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ের অন্যতম জনপ্রিয় চরিত্র একেন বাবু। বুদ্ধিতে যেন ফেলুদা আর স্বভাবে ঠিক জটায়ু। আত্মভোলা, বোকা সেজে থাকা দক্ষ গোয়েন্দা একেন শুরু থেকেই দর্শকের নজর কেড়েছে। একেন বাবু চরিত্রে অভিনয় করে অনির্বাণ চক্রবর্তীও যথেষ্ট খ্যাতি পেয়েছেন।
যিনি চরিত্রটি সৃষ্টি করেছেন, তাঁর নাম সুজন দাশগুপ্ত। তাঁর বই থেকেই তৈরি হয়েছে একেনকে নিয়ে সিনেমা ও সিরিজ। গতকাল সকালে পাওয়া গেল তাঁর অস্বাভাবিক মৃত্যুর খবর। বুধবার সকালে কলকাতার ফ্ল্যাট থেকে লেখকের মৃতদেহ উদ্ধার হয়।
দীর্ঘ সময় ধরে যুক্তরাষ্ট্রে ছিলেন সুজন দাশগুপ্ত। সম্প্রতি কলকাতায় এসেছিলেন ‘একেন বাবু’র নতুন বই প্রকাশ করতে। জানা গেছে, কলকাতার সার্ভে পার্ক উদিতা আবাসনে ফ্ল্যাট রয়েছে সুজন দাশগুপ্তর। সেখানেই ছিলেন ৮০ বছর বয়সী এই লেখক। এক দিন আগেই তাঁর স্ত্রী শান্তিনিকেতনে গিয়েছিলেন। ফলে ওই দিন ফ্ল্যাটে একাই ছিলেন সুজন দাশগুপ্ত।
বুধবার সকালে কাজের লোক এসে ফ্ল্যাটের দরজায় বারবার নক করেও কোনো সাড়া পাননি। বিপদ টের পেয়ে নিরাপত্তারক্ষীকে খবর দেন। সুজন দাশগুপ্তর আত্মীয় ও নিরাপত্তারক্ষীরা এসে দরজা ভেঙে ফেলেন। ভেতরে ঢুকে তাঁরা লেখকের মৃতদেহ দেখতে পান। বাথরুমের বাইরে মেঝেতে লেখকের দেহ পড়ে ছিল। প্রাথমিক তদন্তের পর পুলিশের ধারণা, বাথরুমে যাওয়ার সময়ই তাঁর মৃত্যু হয়। আজ লেখকের ময়নাতদন্ত হওয়ার কথা।
একেন বাবু সমগ্র ছাড়াও ‘নিভৃতে’, ‘কৌতুকী’, ‘খিলখাবানার গাম্বিলো’, ‘সুজনকথা’র মতো অনেক জনপ্রিয় বই লিখেছেন সুজন দাশগুপ্ত।
ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ের অন্যতম জনপ্রিয় চরিত্র একেন বাবু। বুদ্ধিতে যেন ফেলুদা আর স্বভাবে ঠিক জটায়ু। আত্মভোলা, বোকা সেজে থাকা দক্ষ গোয়েন্দা একেন শুরু থেকেই দর্শকের নজর কেড়েছে। একেন বাবু চরিত্রে অভিনয় করে অনির্বাণ চক্রবর্তীও যথেষ্ট খ্যাতি পেয়েছেন।
যিনি চরিত্রটি সৃষ্টি করেছেন, তাঁর নাম সুজন দাশগুপ্ত। তাঁর বই থেকেই তৈরি হয়েছে একেনকে নিয়ে সিনেমা ও সিরিজ। গতকাল সকালে পাওয়া গেল তাঁর অস্বাভাবিক মৃত্যুর খবর। বুধবার সকালে কলকাতার ফ্ল্যাট থেকে লেখকের মৃতদেহ উদ্ধার হয়।
দীর্ঘ সময় ধরে যুক্তরাষ্ট্রে ছিলেন সুজন দাশগুপ্ত। সম্প্রতি কলকাতায় এসেছিলেন ‘একেন বাবু’র নতুন বই প্রকাশ করতে। জানা গেছে, কলকাতার সার্ভে পার্ক উদিতা আবাসনে ফ্ল্যাট রয়েছে সুজন দাশগুপ্তর। সেখানেই ছিলেন ৮০ বছর বয়সী এই লেখক। এক দিন আগেই তাঁর স্ত্রী শান্তিনিকেতনে গিয়েছিলেন। ফলে ওই দিন ফ্ল্যাটে একাই ছিলেন সুজন দাশগুপ্ত।
বুধবার সকালে কাজের লোক এসে ফ্ল্যাটের দরজায় বারবার নক করেও কোনো সাড়া পাননি। বিপদ টের পেয়ে নিরাপত্তারক্ষীকে খবর দেন। সুজন দাশগুপ্তর আত্মীয় ও নিরাপত্তারক্ষীরা এসে দরজা ভেঙে ফেলেন। ভেতরে ঢুকে তাঁরা লেখকের মৃতদেহ দেখতে পান। বাথরুমের বাইরে মেঝেতে লেখকের দেহ পড়ে ছিল। প্রাথমিক তদন্তের পর পুলিশের ধারণা, বাথরুমে যাওয়ার সময়ই তাঁর মৃত্যু হয়। আজ লেখকের ময়নাতদন্ত হওয়ার কথা।
একেন বাবু সমগ্র ছাড়াও ‘নিভৃতে’, ‘কৌতুকী’, ‘খিলখাবানার গাম্বিলো’, ‘সুজনকথা’র মতো অনেক জনপ্রিয় বই লিখেছেন সুজন দাশগুপ্ত।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
১ দিন আগেবিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪