Ajker Patrika

মাদকসহ আটক ৪

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ২১ নভেম্বর ২০২১, ১১: ৩৬
মাদকসহ আটক ৪

দুই স্থানে মাদকসহ ৪ জনকে আটক করা হয়েছে। গত শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করেন র‍্যাব ও পুলিশ সদস্যরা। প্রতিনিধিদের পাঠানো খবর:

মাদারীপুর: কালকিনি উপজেলার গোপালপুর এলাকা থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল ও নগদ অর্থসহ দুই ব্যক্তিকে আটক করেছে র‍্যাব। শনিবার সকালে সংবাদ সম্মেলনে এ কথা জানায় র‍্যাব। এর আগে শুক্রবার রাত পৌনে ১টার দিকে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

আটক দুজন হলেন, সাতক্ষীরার সেলিম রেজা (৫১) ও মাসুদ রানা (২০)।

মাদারীপুর র‍্যাব-৮ স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোপালপুর এলাকা থেকে মাদকসহ দুজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছে থেকে ৫৯০ বোতল ফেনসিডিল, মাদকদ্রব্য পরিবহনের ১টি ট্রাক, মাদক দ্রব্য ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ২টি মোবাইল ফোন ও ১৬ হাজার ৩৬৫ টাকা জব্দ করা হয়। আটক দুজন পেশাদার মাদক কারবারি। তাঁরা সাতক্ষীরা থেকে ফেনসিডিল মাদারীপুর ও এর আশপাশের এলাকায় সরবরাহ করেন। তিনি জানান, আটক দুজনের বিরুদ্ধে মাদারীপুরের কালকিনি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

কাঠালিয়া (ঝালকাঠি): সাড়ে ৫০০ গ্রাম গাঁজাসহ আশিক শিকদার (২৫) ও রেজাউল করিম রাশেদ (২৭) নামের দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গত শুক্রবার রাতে উপজেলার সদর ইউনিয়নের বটতলা বাজার এলাকা থেকে তাঁদের আটক করা হয়। আটক আশিক শিকদার উপজেলার আনইলবুনিয়া গ্রামের বাসিন্দা ও রেজাউল করিম রাশেদ উপজেলার বাঁশবুনিয়া গ্রামের বাসিন্দা।

থানার এসআই আহসান উল্লাহ, এসআই মাহামুদুল হাসান, এএসআই মামুন মিয়া, এএসআই সুমন ও এএসআই সবুজের নেতৃত্বে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বটতলা এলাকায় অভিযান চালিয়ে সাড়ে ৫০০ গ্রাম গাঁজাসহ তাঁদের আটক করে।

এ ঘটনায় এসআই মাহামুদুল হাসান মিল্টন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।

কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ আলী জানান, মাদকসহ আটক দুজনের বিরুদ্ধে মামলা হয়েছে। তাঁদের আদালতে চালান করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম ছেলে বিয়ে করে পরিবারহারা, স্বামী পরিত্যক্ত হয়ে ঢাকায় এসে ধর্ষণের শিকার

পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

স্ত্রীর সামনে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, বোমা ফাটিয়ে ২০ ভরি স্বর্ণালংকার লুট

চলন্ত বাসে ‘অজ্ঞান’ ঢাবি মেডিকেল সেন্টারের চিকিৎসক, সিসিইউতে ভর্তি

৩য় শ্রেণির কর্মচারীর অঢেল সম্পদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত