Ajker Patrika

সেই সংঘর্ষের ঘটনায় মামলা, দুজন গ্রেপ্তার

ধামরাই (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ২২ এপ্রিল ২০২২, ০৮: ৩৬
সেই সংঘর্ষের ঘটনায় মামলা, দুজন গ্রেপ্তার

ঢাকার ধামরাইয়ে আওয়ামী লীগ আয়োজিত ইফতার মাহফিলে সংঘর্ষের ঘটনায় তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০-১৫ জনকে আসামি করে মামলা করা হয়েছে। গত বুধবার রাতে এ মামলা করেন আমতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন। এ মামলায় ওই রাতেই দুজনকে গ্রেপ্তার করে গতকাল বৃহস্পতিবার সকালে আদালতে পাঠিয়েছে পুলিশ।

আসামিরা হলেন ধামরাইয়ের নান্দেশ্বরী এলাকার মো. সেলিম (২৫), মো. কাইয়ুম হোসেন (২০), রহুল আমীনসহ (২০) অজ্ঞাত আরও ১০-১৫ জন। এর মধ্যে মামলার ২ নম্বর ও ৩ নম্বর আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। মামলার ১ নম্বর আসামি আমতা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। তিনি ওই ঘটনায় গুরুতর আহত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

মামলা সূত্রে জানা যায়, গত বুধবার উপজেলার আমতা ইউনিয়নের হরলাল উচ্চবিদ্যালয়ে ইফতারের আয়োজন করে ইউনিয়ন আওয়ামী লীগ। এতে ঢাকা-২০ আসনের সাংসদ বেনজীর আহমদ উপস্থিত ছিলেন ছিলেন। এ সময় ইফতারের খাবার বণ্টন নিয়ে মামলার বাদীর ছেলে মো. আব্দুল জব্বারের (২০) সঙ্গে স্থানীয় কয়েক জনের কথা-কাটাকাটি হয়।

একপর্যায়ে আসামিরা ও অজ্ঞাত ১০-১৫ জন জব্বার, আমতা ইউনিয়নের সংরক্ষিত নারী ওয়ার্ডে সদস্য বিউটি আক্তার ও তাঁর ছেলে রাব্বিসহ কয়েকজনের ওপর হামলা চালিয়ে মারধর করেন। এ সময় প্লাস্টিকের চেয়ার দিয়েও মারধর করেন তাঁরা এবং ১৫-২০টি চেয়ার ভেঙে ফেলেন। পরে উপস্থিত লোকজন কাইয়ুম ও রহুল আমীনকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা, কাওয়ালিপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাসেল মোল্লা বলেন, ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়েছিল। পরে ঘটনার দিন রাতেই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মামলা করেন। পরে সেই মামলায় আটক দুজনকে গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার সকালে তাঁদের আদালতে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলমান আছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত