Ajker Patrika

লামায় নির্বাচনী প্রচারে হত্যা মামলার আসামি

লামা (বান্দরবান) প্রতিনিধি
আপডেট : ০৬ নভেম্বর ২০২১, ১৯: ২৩
Thumbnail image

বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ড সদস্য পদে অংশ নিচ্ছেন আব্দুর রহিম (৪৫)। গত মাসেই তাঁর ছেলে মো. মিরাজসহ ৫ জনের বিরুদ্ধে যৌতুকের জন্য স্ত্রী হত্যার মামলা করা হয়। এই মামলার ২ নম্বর আসামি আব্দুর রহিম। গত বুধবারও বিকেল ৩টায় ওয়ার্ডের আড়াইল মাইল এলাকায় নির্বাচনী প্রচারে দেখা গেছে তাঁকে।

এ দিকে গত ১৩ অক্টোবর লামা থানায় হত্যা মামলা দায়ের পর আব্দুর রহিমসহ অন্য আসামিকে ধরতে পুলিশ বেশ কয়েকবার অভিযান চালায় বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা মো. রমিজ জুম্মা।

মামলার বাদী নিহতের ভাই মো. শাহরিয়া বলেন, ‘গত ১১ অক্টোবর যৌতুকের জন্য নির্যাতন করে আমার ছোটবোন নূরেন রিয়ান তাজ প্রিয়া অপিকে হত্যার পর হাসপাতালে নিয়ে মরদেহ ফেলে পালিয়ে যান আসামিরা। এ ঘটনায় গত ১৩ অক্টোবর থানায় মো. মিরাজকে প্রধান আসামি করে আব্দুর রহিমসহ মোট পাঁচজনের নামে নারী ও শিশু নির্যাতন দমন আইনে হত্যা মামলা রুজু করি।’

শাহরিয়া অভিযোগ করেন, মামলার পরও আসামিরা এলাকায় অবস্থান করে স্বাভাবিক চলাফেরা করছেন। এমনকি মামলার ২ নম্বর আসামি আব্দুর রহিম ফাঁসিয়াখালী ইউপিতে ৫ নম্বর ওয়ার্ড সদস্য পদে নির্বাচন করছেন। তিনি প্রতিনিয়ত প্রকাশ্যে নির্বাচনী প্রচার চালিয়ে যাচ্ছেন।

অভিযুক্ত আব্দুর রহিম মোবাইল ফোনে বলেন, ‘আমি ও আমার ছেলেসহ পরিবারের পাঁচজন সদস্যদের বিরুদ্ধে করা হত্যা মামলায় গত ৩১ অক্টোবর হাইকোর্ট থেকে জামিন নিয়ে এসেছি। ১১ নভেম্বর ইউপি নির্বাচনে ফাঁসিয়াখালী ইউপির ৫ নম্বর ওয়ার্ড থেকে আমি নির্বাচন করছি। তাই এখন নির্বাচনী প্রচার কার্যক্রমে ব্যস্ত।’

হাইকোর্ট থেকে আসামিদের জামিন হওয়ার বিষয়ে লামা থানার তদন্তকারী কর্মকর্তা মো. রমিজ জুম্মা বলেন, ‘আসামিদের জামিন হওয়ার কোনো কাগজপত্র থানায় আসেনি। এ ছাড়া আসামিদের পক্ষ থেকেও জামিনের কোনো কাগজ জমা দেয়নি।’ ময়নাতদন্তের প্রতিবেদন কক্সবাজার মেডিকেল থেকে এখনো থানায় পৌঁছায়নি বলে তিনি জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত