Ajker Patrika

সবজির দাম চড়া, ক্ষোভ ক্রেতাদের

দৌলতখান (ভোলা) প্রতিনিধি
আপডেট : ২৬ নভেম্বর ২০২১, ১৩: ১৮
সবজির দাম  চড়া, ক্ষোভ  ক্রেতাদের

দৌলতখান বাজারে শীতকালীন সবজির সরবরাহ বাড়লেও দাম কমেনি। সবজির দাম এখনো ক্রেতাদের নাগালের বাইরে রয়েছে। এতে দিশেহারা অবস্থা খেটে-খাওয়া মানুষের।

গত বুধবার উপজেলার বিভিন্ন সবজিবাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি শিম পাইকারি বাজারে ৪০-৪৫ টাকা, খুচরা ৫৫-৬০ টাকা, ঢেঁড়স পাইকারি ৩০-৩৫ টাকা, খুচরা ৪৫-৫০ টাকা, বাঁধাকপি পাইকারি ২৩-২৫ টাকা, খুচরা ৪০ টাকা, ফুলকপি পাইকারি ৩০ টাকা, খুচরা ৪০-৪৫ টাকা, মুলা পাইকারি ১৮ টাকা, খুচরা ২৫-৩০ টাকা, বেগুন পাইকারি ৩০ টাকা, খুচরা ৪০ টাকা, কাঁচা মরিচ পাইকারি ৫০-৫৫ টাকা, খুচরা ৮০-১০০ টাকায় বিক্রি হচ্ছে। মাঝারি আকারের একটি লাউ ৫০-৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। এ ছাড়া লাউশাক, লালশাক, পালংশাক, মুলাশাক আঁটি প্রতি ১০ টাকা দরে বিক্রি হচ্ছে।

দৌলতখান বাজারের পাইকারি সবজি ব্যবসায়ী মো. আবদুল্লাহ বলেন, ‘স্থানীয় চাষিদের চাষের সবজি এখনো বাজারে আসেনি। তাই দাম বেশি।’

কাঁচাবাজারসহ নিত্যপণ্যের দাম নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন দৌলতখান বাজারের ক্রেতা ফয়জুর রহমান। তিনি বলেন, ‘বাজারে পর্যাপ্ত শীতের সবজি আছে, কিন্তু দাম কমাচ্ছেন না বিক্রেতারা।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত