Ajker Patrika

প্রথম গানেই সাড়া পাচ্ছেন ইমরান-সাবিলা

আপডেট : ২৫ এপ্রিল ২০২২, ১৩: ৩৭
প্রথম গানেই সাড়া পাচ্ছেন ইমরান-সাবিলা

প্রথমবারের মতো গানের ভিডিওতে মডেল হয়েছেন অভিনেত্রী সাবিলা নূর। ইমরানের গাওয়া ‘তোমারই আছি’ শিরোনামের গানের ভিডিওতে মডেল হয়েছেন তিনি। ভিডিওটি নির্মাণ করেছেন সৈকত রেজা। গান লিখেছেন কবির বকুল, সুর-সংগীত করেছেন ইমরান মাহমুদুল। ইমরানের সঙ্গে গেয়েছেন লাবিবা।

২৩ এপ্রিল সন্ধ্যায় তোমারই আছি গানটি ইউটিউবে প্রকাশ করা হয়েছে। প্রকাশের পর থেকেই দারুণ সাড়া পাচ্ছেন বলে জানালেন ইমরান, লাবিবা ও সাবিলা নূর। ইমরান বলেন, ‘সাবিলা নূরের সঙ্গে কাজ করে খুব ভালো লেগেছে। তাঁর সঙ্গে এটাই আমার প্রথম কাজ। সাবিলা খুব ভালো একজন কো-আর্টিস্ট। মানুষ হিসেবেও চমৎকার। গানটি রোমান্টিক ধাঁচের। প্রকাশের পর থেকেই ভালো সাড়া পাচ্ছি। সব মিলিয়ে আমরা পুরো টিম গানটি নিয়ে ভীষণ উচ্ছ্বসিত।’

গানের ভিডিওতে মডেল হওয়া প্রসঙ্গে সাবিলা নূর বলেন, ‘যাঁরা আমার অভিনয়ের ভক্ত, তাঁদের নিশ্চয়ই ভালো লাগছে। কারণ, অনেক দিন ধরেই অসংখ্য ভক্তের অনুরোধ পেয়েছি, গানের মিউজিক ভিডিওতে মডেল হওয়ার ব্যাপারে। এবার সেই ভক্তদের প্রত্যাশা পূরণ হলো। আর ইমরানের গানে একটা আলাদা মায়া আছে, যা শ্রোতা-দর্শক পছন্দ করেন। গানটি প্রকাশের পর প্রাথমিক রেসপন্স খুব ভালো। আশা করছি দিন যত যাবে, গানটির জনপ্রিয়তা তত বাড়বে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ