Ajker Patrika

একই দিনে মৌসুমীর দুই সিনেমা

আপডেট : ০৩ নভেম্বর ২০২২, ০৮: ৪৮
একই দিনে মৌসুমীর দুই সিনেমা

ঢালিউডের অন্যতম সফল নায়িকা মৌসুমীর জন্মদিন আজ। প্রিয় অভিনেত্রীর জন্মদিনে ভক্তদের জন্য রয়েছে সুখবর। ১১ নভেম্বর একই দিনে মুক্তি পাচ্ছে মৌসুমী অভিনীত দুটি সিনেমা। একটি ‘ভাঙন’, অন্যটি ‘দেশান্তর’।

‘ভাঙন’ পরিচালনা করেছেন মির্জা সাখাওয়াত হোসেন। সিনেমার গল্পে দেখা যাবে একটি রেলস্টেশনে জড়ো হওয়া কিছু প্রান্তিক ও ছিন্নমূল মানুষকে। এখানে আছে হকার, যৌনকর্মী, পকেটমার, বংশীবাদকসহ নানা ধরনের মানুষ। তাদের জীবনযাত্রা, বেঁচে থাকা, প্রত্যাশার গল্প নিয়েই ‘ভাঙন’। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী। আরও আছেন ফজলুর রহমান বাবু, প্রাণ রায়, রাশেদা চৌধুরী প্রমুখ। সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ৪ নভেম্বর। কিন্তু সেই সিদ্ধান্ত থেকে সরে এসে ১১ নভেম্বর মুক্তির তারিখ নিশ্চিত করেছেন পরিচালক মির্জা সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ‘কিছু জটিলতার কারণে মুক্তির তারিখ পেছানো হয়েছে। আশা করছি, ১১ নভেম্বর সিনেমাটি সারা দেশের ৩০টির বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।’

একই দিনে মুক্তি পাবে মৌসুমী অভিনীত ‘দেশান্তর’। কবি নির্মলেন্দু গ‌ুণের উপন্যাস অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছেন আশুতোষ সুজন। দেশভাগের ওপর লেখা ‘দেশান্তর’ উপন্যাসের প্রধান নারী চরিত্রের নাম অন্নপূর্ণা। এই চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী। তাঁর বিপরীতে রয়েছেন আহমেদ রুবেল। আরও অভিনয় করেছেন মামুনুর রশীদ, শুভাশিস ভৌমিক, মোমেনা চৌধুরী, ইয়াশ রোহান ও টাপুর। মৌসুমীর জন্মদিন উপলক্ষে দেশান্তর সিনেমার একটি গান প্রকাশ করা হবে আজ। এ প্রসঙ্গে নির্মাতা সুজন বলেন, ‘আজ মৌসুমীর জন্মদিনে সিনেমার একটি গান রিলিজ করছি। জন্মদিন উপলক্ষে দেশান্তর টিমের পক্ষ থেকে এটা তাঁর বার্থডে গিফট।’

দুই সিনেমা মুক্তির খবরে উচ্ছ্বসিত মৌসুমী বলেন, ‘অনেক দিন পর প্রেক্ষাগৃহে আমার সিনেমা মুক্তি পাচ্ছে। তা-ও একই দিনে দুই সিনেমা। এটা আমার জন্য আনন্দের। দুটো ছবিই সরকারি অনুদানে নির্মিত এবং গল্প দুটো আমার কাছে অসাধারণ মনে হয়েছে। দর্শক সিনেমা দুটি ভীষণ উপভোগ করবেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...