Ajker Patrika

ধর্ষণ মামলায় হয়রানির অভিযোগ

পীরগাছা প্রতিনিধি
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২১, ১৩: ০০
ধর্ষণ মামলায় হয়রানির অভিযোগ

পীরগাছায় অপহরণ ও ধর্ষণ মামলায় এক টিভি মেকানিককে আসামি করে হয়রানির অভিযোগ পাওয়া গেছে। উপজেলার চৌধুরাণী বাজারের অভিযুক্ত মেকানিক বকুল চন্দ্র সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচার চেয়েছেন।

এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন চৌধুরাণী বাজারের সাধারণ ব্যবসায়ীরা। তাঁরাও সুষ্ঠু তদন্তের দাবি করেছেন।

জানা গেছে, উপজেলার দশম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন রামচন্দ্রপাড়া গ্রামের শফিকুল ইসলাম। তিনি ২৫ জুন মেয়েটিকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে আটকে রাখেন এবং কোর্ট অ্যাফিডেভিটের নামে বিয়ে হয়েছে বলে জানান।

এ ঘটনায় মেয়েটির দাদি পীরগাছা থানায় জিডি করেন। পরে পুলিশ মেয়েটিকে উদ্ধার করে দাদির জিম্মায় দেয়। ঘটনার ২১ দিন পর ১৮ জুলাই নাতনিকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে রংপুর আদালতে মামলা করেন মেয়েটির দাদি। এ মামলায় আসামি করা হয় কান্দি ইউনিয়নের বকুল চন্দ্রকে। বকুল দীর্ঘদিন পর মামলার বিষয়টি জানতে পারেন।

বকুল বলেন, ‘আমি মামলা ও ঘটনার বিষয়ে কিছু জানি না। মেয়েটিকেও চিনি না। কী কারণে আমার নামে মামলা দিল তাও জানি না। আমাকে হয়রানি করতে আসামি করা হয়েছে। আমি ঘটনাটির সুষ্ঠু তদন্ত চাই।’

কৈকুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আলম মিয়া বলেন, ‘কীভাবে তাঁকে মামলায় জড়ানো হলো জানি না। সুষ্ঠু তদন্ত করে তাঁকে অব্যাহতি দেওয়া হোক।’

এ বিষয়ে জানতে বাদীকে ফোন করা হলে তাঁর নাতনি নিজেই ফোন ধরে বলে, ‘ঘটনার দিন অন্য আসামিদের সঙ্গে ওই মেকানিকও ছিল। তাই তাঁকে আসামি দেওয়া হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

শাহজালালে তৃতীয় টার্মিনাল চালুতে বাধা রাজস্ব ভাগাভাগি নিয়ে টানাপোড়েন

বিশ্ববিদ্যালয়ের কোন নিয়ম ভঙ্গের জন্য ট্রান্স নারী শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার, জানতে চান ১৬২ নাগরিক

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

ঝুঁকিপূর্ণ সম্পদ নিয়ে হাবুডুবু খাচ্ছে এবি ব্যাংক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত