Ajker Patrika

বাংলাদেশে আসতে চেয়েছিলেন পেলে

কাজী সালাউদ্দিন, বাফুফে সভাপতি ও সাবেক ফুটবলার
বাংলাদেশে আসতে চেয়েছিলেন পেলে

ভীষণ কষ্টের একটা খবর, পেলে চলে গেলেন। দুই বছর আগে ম্যারাডোনার মৃত্যুর খবর আমাকে ভীষণ কষ্ট দিয়েছিল। শঙ্কায় ছিলাম পেলেকে নিয়েও। তাঁর শরীরটা অনেক দিন থেকেই ভালো যাচ্ছিল না। গত পরশু রাতে বাসায় গিয়ে যখন পেলের মৃত্যুর খবর পেলাম, ভীষণ কষ্ট পেয়েছি।

যদি পেলেকে নিয়ে বলতেই হয়, শুধু এটাই বলতে হবে, পেলে হচ্ছেন পেলে। তাঁর তুলনা শুধু তাঁর সঙ্গেই। মাঠে, মাঠের বাইরে তিনি যা করেছেন, গোটা পৃথিবী আজ শোক প্রকাশ করবে।

২০০৬ সালে পেলে ভারতে এসেছিলেন। তখনো আমি বাফুফের সভাপতি হইনি। ওখানে ফুটবল কিংবদন্তির সঙ্গে দেখা হয়েছিল। অল্পস্বল্প কথা হয়েছিল। তাঁকে আমার পরিচয় দিতেই বলেছিলেন, ‘তোমাদের দেশে একদিন যেতে চাই।’ বাংলাদেশের কথা তিনি জানতেন। কিন্তু শেষ পর্যন্ত সেটা আর হলো না। যখন আমি বাফুফে সভাপতি হলাম তত দিনে পেলের স্বাস্থ্যের অবস্থা খারাপ হওয়া শুরু করেছিল। লম্বা ভ্রমণের অবস্থায় তিনি ছিলেন না। তাঁকে বাংলাদেশে আনতে না পারার আক্ষেপটা সারা জীবনই থেকে যাবে।

ম্যারাডোনা-পেলেকে নিয়ে অনেক তুলনা হয়েছে। আসলে এখানে কোনো তুলনাই চলে না। তাঁরা দুজন দুই প্রজন্মের ফুটবলার। নিজেদের প্রজন্মে তাঁরা সেরা, কিংবদন্তি। তাঁদের ভক্ত-সমর্থকেরাও আলাদা প্রজন্মের। তাঁদের তুলনা করা বুদ্ধিমানের কাজ হবে না। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এক ফ্যাসিস্ট নেত্রীর পাল্লায় পড়ে পুলিশ খারাপ হয়েছিল: এসপি

বিএনপি নেতা নাছিরের দুই মেয়ে ও স্ত্রীকে মারধরের অভিযোগ দুই সৎভাইয়ের বিরুদ্ধে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত