Ajker Patrika

মানুষের রোষানলে পড়বে সরকার

দিনাজপুর প্রতিনিধি
আপডেট : ২৩ ডিসেম্বর ২০২১, ১৩: ২৭
মানুষের রোষানলে পড়বে সরকার

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আমরা গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করি বলেই সভা সমাবেশের মাধ্যমে খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবি করছি। যদি এই দাবি মানা না হয় তাহলে শুধু বিএনপি নয়, সাধারণ মানুষের রোষানলে পড়বে সরকার। জীবন-মরণ আল্লাহর হাতে উল্লেখ করে তিনি বলেন, কিন্তু তাঁর সুচিকিৎসার পথে বাধা সৃষ্টি করা অমার্জনীয় অপরাধ। এই অপরাধের জন্য সরকারকে কেউ ক্ষমা করবে না।

গতকাল বুধবার বিকেলে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে দিনাজপুর জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা বিএনপির আহ্বায়ক রেজিনা ইসলামের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আসাদুল হক দুলু, রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ জাহাঙ্গীর আলম প্রমুখ। প্রধান বক্তা ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা হাসানুজ্জামান উজ্জল, বখতিয়ার আহমেদ কচি, মোকাররম হোসেন, আখতারুজ্জামান উজ্জল প্রমুখ

নজরুল ইসলাম খান আরও বলেন, বেগম জিয়া তাঁর দুই শিশু সন্তান নিয়ে মাসের পর মাস পাকিস্তানি কারাগারে বন্দী ছিলেন। আজকে স্বাধীন বাংলাদেশে এই নিশি রাতের সরকার তাঁকে একটি পরিত্যক্ত কারাগারে আটকে রেখে ছিলেন। চিকিৎসকেরা বলছেন, তাঁর অসুস্থতা ও বয়স বিবেচনায় উন্নত চিকিৎসার প্রয়োজন। কিন্তু সরকার বিষয়টি বিবেচনায় নিচ্ছেন না। এই অবস্থায় তাঁর যদি মৃত্যু হয় এর দায় সরকারকে নিতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজের আগেই বের হয়ে যেতে বলা হয় জেলেনস্কিকে

‘আমাদের অনুমতি ছাড়া কাউকে গ্রেপ্তার করলে থানা ঘেরাও করব’, সরকারি কর্মকর্তার বক্তব্য ভাইরাল

এনসিপির কর্মীদের ঢাকায় আনতে সরকারের বাস রিকুইজিশন, সমালোচনার ঝড়

সিরিয়ায় রাশিয়ার ঘাঁটি রাখতে যুক্তরাষ্ট্রে ইসরায়েলের তদবির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত