Ajker Patrika

শ্রীপুরে চেয়ারম্যান হতে চান ৩৩ জন

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি
আপডেট : ০২ জানুয়ারি ২০২২, ১৮: ৩৬
শ্রীপুরে চেয়ারম্যান হতে চান ৩৩ জন

চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মাগুরার শ্রীপুরের ৮টিতে চেয়ারম্যান পদে ৩৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ ছাড়া সংরক্ষিত মহিলা সদস্য পদে ৭৯ জন ও সাধারণ সদস্য পদে ২৮০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। গতকাল বৃহস্পতিবার পর্যন্ত তাঁরা মনোনয়নপত্র দাখিল করেন।

নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, বিকেল ৫টা পর্যন্ত চেয়ারম্যান প্রত্যাশীদের মধ্যে রয়েছেন– ১ নম্বর গয়েশপুর ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী আব্দুল হালিম মোল্যা, স্বতন্ত্র প্রার্থী ইউসুফ আলী ও অন্যান্য একজন, ২ নম্বর আমলসার ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী সেবানন্দ বিশ্বাস, স্বতন্ত্র প্রার্থী জাকারিয়া হোসেন সাচ্চু, অন্যান্য দুই জন, ৩ নম্বর শ্রীকোল ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী কাজী তারিকুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি, শরিয়তউল্লাহ হোসেন রাজন, মো. জিহাদ হোসেন, ৪ নম্বর শ্রীপুর ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী মো. মসিয়ার রহমান, স্বতন্ত্র প্রার্থী তৈয়বুর রহমান খান, ইসলামী আন্দোলন বাংলাদেশের এক জন, ৫ নম্বর দ্বারিয়াপুর ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী আব্দুস সবুর, স্বতন্ত্র প্রার্থী মো. জাকির হোসেন কানন ও কাজী মহিদুল আলমসহ চার জন।

৬ নম্বর কাদিরপাড়া ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী মো. লিয়াকত আলী বিশ্বাস, স্বতন্ত্র প্রার্থী আইয়ুব হোসেন খান, অন্যান্য দুই জন, ৭ নম্বর সব্দালপুর ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী পান্না খাতুন, স্বতন্ত্র প্রার্থী আশরাফুল ইসলাম সুহাশ, আনিচুর রহমান কনকসহ তিন জন, ৮ নম্বর নাকোল ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী হুমাউনুর রশিদ মুহিত, স্বতন্ত্র প্রার্থী মো. শাহজাহান মিয়াসহ দুই জন ও অন্যান্য একজন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লজ্জায় ধর্ষণের শিকার মায়ের আত্মহত্যা: ৮ বছরের মেয়েটি যাবে কোথায়

এনসিপির পদযাত্রা উপলক্ষে ‘স্কুল বন্ধের সিদ্ধান্ত’, প্রধান শিক্ষকের দুই রকম বক্তব্য

বলিদান ও শয়তান পূজার বুদ্ধি দিল চ্যাটজিপিটি

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর মহড়া শুরু, চলবে ৩০ জুলাই পর্যন্ত

বাংলাদেশ ব্যাংকে পোশাক নির্দেশনায় জড়িতদের শাস্তি দাবি ৫৪ বিশিষ্ট নাগরিকের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত