Ajker Patrika

বিজয় নিশ্চিত করতে দ্বারে দ্বারে প্রার্থীরা

গোয়াইনঘাট প্রতিনিধি
আপডেট : ৩০ জানুয়ারি ২০২২, ১৩: ০৩
Thumbnail image

রাত পোহালেই গোয়াইনঘাট উপজেলার দুই ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন। পূর্ব আলীরগাঁও ও পশ্চিম আলীরগাঁও ইউনিয়নজুড়ে ভোটারদের মাঝে উৎসবের আমেজ দেখা গেছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে প্রশাসন জানিয়েছে।

প্রতীক বরাদ্দের পর থেকেই মাঠে তৎপর ছিলেন প্রার্থীরা। নির্বাচন সামনে রেখে ইউনিয়ন দুটির চায়ের দোকান থেকে শুরু করে পাড়ার অলিগলিতে ভোটের আলোচনা ছিল। প্রার্থীরা নিজেদের বিজয় নিশ্চিত করতে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাইছেন।

নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, এই দুই ইউপিতে ষষ্ঠ ধাপে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ হবে আগামীকাল সোমবার।

পূর্ব আলীরগাঁও ইউপিতে চেয়ারম্যান পদে পাঁচজন প্রার্থী ও পশ্চিম আলীরগাঁও ইউপিতে ছয়জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়ার পর থেকেই মাঠে সরব রয়েছেন প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকেরা। পাশাপাশি গণসংযোগ, উঠান বৈঠক ও বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনাও করছেন তাঁরা।

পূর্ব আলীরগাঁও ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজরুল ইসলাম (নৌকা), স্বতন্ত্র প্রার্থী মনজুর আহমদ (আনারস), আহমদ আলী (মোটরসাইকেল), আব্দুর রহমান এবাদ (চশমা) ও মনোয়ার আহমদ সাজু (ঘোড়া) চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

পশ্চিম আলীরগাঁও ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া হেলাল (নৌকা), ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুখলিসুর রহমান (হাতপাখা), স্বতন্ত্র প্রার্থী গোলাম সরোয়ার সোহেল (চশমা), আব্দুর শুক্কুর (ঘোড়া), ইজ্জত উল্লাহ (আনারস) ও কবির আহমদ (মোটরসাইকেল) চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত