Ajker Patrika

আয়কর রিটার্ন জমা দিতে করদাতাদের ভিড়

বিশেষ প্রতিনিধি, ঢাকা
আপডেট : ২২ নভেম্বর ২০২১, ১১: ১৫
আয়কর রিটার্ন জমা দিতে করদাতাদের ভিড়

আয়কর রিটার্ন জমার আর মাত্র কয়েক দিন বাকি। অন্য বছর শেষ সময়ে শুক্র ও শনিবারে ছুটির দিনে রিটার্ন জমার সুবিধার্থে কর অফিস খোলা থাকলেও এ বছর সময় বাড়ানো হচ্ছে না। স্বাভাবিকভাবেই রিটার্ন জমা নেওয়া হবে। ফলে ৩০ নভেম্বরের মধ্যে রিটার্ন জমার জন্য কর অফিসে করদাতাদের ভিড় বাড়ছে। তবে যাঁরা নির্ধারিত সময়ে আয়কর রিটার্ন জমা দিতে পারবেন না, তাঁরা চাইলে নিজ নিজ কর অফিসে আবেদন করে সময় বাড়িয়ে নিতে পারবেন। এ জন্য অবশ্য করদাতাদের সুদ দিতে হবে। ২৪ নভেম্বর সেরা করদাতাদের ট্যাক্স কার্ড দেওয়া হবে।

গতকাল রোববার কর অঞ্চল-২-এর বেশ কয়েকটি কর সার্কেলের কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে জানা যায়, গত সপ্তাহের চেয়ে এ সপ্তাহের প্রথম দিন রোববার করদাতাদের বাড়তি ভিড় দেখা যায়। সময়সীমা শেষ হয়ে আসায় করদাতারা রিটার্ন জমা দিতে ব্যস্ত হয়ে পড়েছেন। আগামী যে কদিন বাকি আছে প্রতিদিনই ভিড় বাড়বে বলে জানান তাঁরা।

এনবিআরের কর্মকর্তারা জানান, ব্যক্তির আয় থাকুক আর না থাকুক, যাঁদের টিআইএন থাকবে, তাঁদের প্রতিবছর আয়কর রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক। যথাসময়ে রিটার্ন জমা না দিলে জরিমানাসহ সুদ গুনতে হয়। বর্তমানে করদাতা শনাক্তকরণ নম্বর বা টিআইএন রয়েছে এমন লোকের সংখ্যা ৬৮ লাখ ছাড়িয়ে গেছে। তবে আয়কর রিটার্ন জমা দেন কমবেশি মাত্র ২৫ লাখ করদাতা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবিতে জানাজা হলো না সাবেক ভিসি আরেফিন সিদ্দিকের, তীব্র সমালোচনার মুখে প্রশাসন

প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় সাবেক শিবির নেতা আটক

মধ্যরাতে মহাসড়কে ৩৭ লাখ টাকাসহ এলজিইডি প্রকৌশলী আটক

পররাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশ অমান্য করে রাষ্ট্রদূতের ফেসবুকে পোস্ট, পাসপোর্ট বাতিলের সিদ্ধান্ত

প্রত্যাহার হওয়া ওসির খোঁজে থানায় ভিড় পাওনাদারদের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত