Ajker Patrika

৪৭ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২১, ১৩: ২৪
৪৭ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

গাইবান্ধার সুন্দরগঞ্জে তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে (ইউপি) জামানত হারাচ্ছেন ৪৭ চেয়ারম্যান প্রার্থী। এদের মধ্যে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের চারজন প্রার্থী রয়েছেন। অবশিষ্টদের মধ্যে আছেন জাতীয় পার্টির দুজন, কৃষক শ্রমিক জনতা লীগের একজন, জাতীয় সমাজতান্ত্রিক দলের একজনসহ স্বতন্ত্র ৩৯ জন প্রার্থী।

নির্বাচন কমিশনের আইন অনুযায়ী, প্রদেয় ভোটের আট ভাগের এক ভাগের নিচে কোনো প্রার্থী ভোট পেলে তাঁর জামানত বাজেয়াপ্ত হয়। উপজেলা নির্বাচন অফিস কর্মকর্তা মো. সেকান্দার আলী বলেন, ‘ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমার দেওয়ার সময় প্রত্যেক প্রার্থীকে সরকারি কোষাগারে ৫ হাজার টাকা করে জামানত দিতে হয়। সেই জামানতের টাকা ফেরত পেতে হলে ওই ইউনিয়নের ভোটকেন্দ্রগুলোতে মোট প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ পেতে হয়। ১১ ইউনিয়নের ৪৭ জন চেয়ারম্যানপ্রার্থী সেই পরিমাণ ভোট না পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হবে।’

জানা যায়, সুন্দরগঞ্জের ১৩ ইউনিয়নে গত ২৮ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। চেয়ারম্যান পদে লড়াই করেন মোট ৯৯ জন প্রার্থী। ব্যালট বাক্স ও ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনায় দুই ইউনিয়ন কঞ্চিবাড়ি ও শ্রীপুরে ফলাফল স্থগিত হয়। জামানত হারানো প্রার্থীরা হলেন- বামনডাঙ্গা ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. জাহেদুল ইসলাম জাবেদ (ঘোড়া), স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুল মতিন সরকার (চশমা) ও মো. সহিদুর রহমান (অটোরিকশা)। সোনারায় ইউনিয়নে আওয়ামী লীগে প্রার্থী রনজিৎ কুমার সরকার (নৌকা), স্বতন্ত্র প্রার্থী এইচএম মতিয়ার পারভেজ (মোটরসাইকেল) ও মো. আব্দুর রাজ্জাক (আনারস)। তারাপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. আবুল আলা মওদুদী সরকার (আনারস), মো. নুরুজ্জামান সরকার (চশমা) ও মো. শাহজাহান কিবরিয়া (অটোরিকশা)। বেলকা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. জাহাঙ্গীর আলম (আনারস)।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালার সঙ্গে শত্রুতা মুহাম্মদ ইউনূসের, আমি ‘কোল্যাটারাল ড্যামেজ’: টিউলিপ সিদ্দিক

এনসিপি নেতার বাড়িতে কাফনের কাপড়, চিরকুটে লেখা—‘প্রস্তুত হ রাজাকার’

৪০ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার, অর্থ ফেরতের নির্দেশ

গণশুনানিতে দুদক চেয়ারম্যানের প্রতি ক্ষোভ দেখালেন মৎস্যচাষি

যাচ্ছিলেন বিয়ের দিন-তারিখ ঠিক করতে, গণপিটুনিতে প্রাণ হারালেন জামাই-শ্বশুর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত