আয়নাল হোসেন, ঢাকা
দেশে গমের মজুত চাহিদার তুলনায় বেশি। আন্তর্জাতিক বাজারে দামও পড়তির দিকে। এতে স্থানীয় বাজারে আটার দাম কমার কথা। কিন্তু ঘটছে উল্টোটা। কয়েক দিনের ব্যবধানে কেজিতে ২ থেকে ৩ টাকা বেড়েছে আটার দাম।
দেশে গমের চাহিদা ৭০ লাখ টন। এর মধ্যে দেশে উৎপাদিত হয় ১০ লাখ টন। বাকিটা বিদেশ থেকে আমদানি করা হয়। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরে দেশে ৬৯ লাখ টন গম আমদানি হয়েছিল। আমদানির সঙ্গে দেশে উৎপাদিত গম যোগ করলে গমের উদ্বৃত্ত মজুত থাকার কথা। সরবরাহে সংকট না থাকায় দাম বাড়ারও কোনো যৌক্তিকতা নেই বলে জানিয়েছেন বাজার বিশ্লেষকেরা। তাঁরা মনে করেন, বাজারে সরকারি সংস্থাগুলোর পর্যবেক্ষণ ও নজরদারি না থাকার সুযোগ নিয়ে ব্যবসায়ীরা দাম বাড়িয়ে দিয়েছেন।
পুরান ঢাকার মৌলভীবাজারে এক সপ্তাহ আগেও ভালো মানের প্রতি কেজি খোলা আটা বিক্রি হয়েছিল ৩৬-৩৮ টাকায়। গতকাল শনিবার তা ৪০ টাকায় বিক্রি হয়। পরিবহন ভাড়া বেড়ে যাওয়ায় বাজারে আটার দামে প্রভাব পড়েছে বলে জানিয়েছেন সেখান ব্যবসায়ী সিরাজুল ইসলাম।
ঢাকার দোহারের ইকরাশি বাজারের মেসার্স মনির এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আসাদুজ্জামান লিপু জানান, কয়েক দিন আগে ৫০ কেজির এক বস্তা আটা ১ হাজার ৭০০ টাকায় কিনেছিলেন তিনি। এ হিসাবে প্রতি কেজির দাম পড়ে ৩৪ টাকা। আর এখন এক বস্তা ১ হাজার ৮৫০ টাকায় কিনছেন; প্রতি কেজির দাম ৩৭ টাকা।
আমদানি পণ্যের দাম বাড়ার পেছনে আরেকটি কারণ হলো আন্তর্জাতিক বাজারে পণ্যটির মূল্যবৃদ্ধি। বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের তথ্য অনুযায়ী, গত ২৭ আগস্ট আন্তর্জাতিক বাজারে প্রতি টন গম বিক্রি হয়েছে ১৯৫ মার্কিন ডলার, যা এক মাস আগে ছিল ২৩২ ডলার। অর্থাৎ এ সময়ের ব্যবধানে শতকরা দাম কমেছে ১৫ দশমিক ৮০ শতাংশ।
আন্তর্জাতিক বাজারে দাম কমলেও দেশে প্রভাব পড়তে কমপক্ষে ৫৫ দিন লাগে বলে জানিয়েছেন বসুন্ধরা গ্রুপের পরিচালক (বিপণন) রেদোয়ানুর রহমান। তিনি জানান, তাঁদের মিলে গত এক-দেড় মাসে আটার দাম বাড়েনি।
আন্তর্জাতিক বাজারে গমের দাম কমলেও বাজারে প্রভাব না পড়ার বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংগঠন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) বলছে, বাজারে সরকারের সংস্থাগুলোর তদারকির অভাব রয়েছে। সংগঠনের সহসভাপতি এস এম নাজের হোসাইন বলেন, আগে ব্যবসায়ীরা বাজারকে সেভাবে পরোয়া করতেন না; এখনো তাঁদের প্রভাব রয়ে গেছে। পর্যবেক্ষণ ও নজরদারি বাড়িয়ে কারসাজি চিহ্নিত করা জরুরি।
দেশে গমের মজুত চাহিদার তুলনায় বেশি। আন্তর্জাতিক বাজারে দামও পড়তির দিকে। এতে স্থানীয় বাজারে আটার দাম কমার কথা। কিন্তু ঘটছে উল্টোটা। কয়েক দিনের ব্যবধানে কেজিতে ২ থেকে ৩ টাকা বেড়েছে আটার দাম।
দেশে গমের চাহিদা ৭০ লাখ টন। এর মধ্যে দেশে উৎপাদিত হয় ১০ লাখ টন। বাকিটা বিদেশ থেকে আমদানি করা হয়। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরে দেশে ৬৯ লাখ টন গম আমদানি হয়েছিল। আমদানির সঙ্গে দেশে উৎপাদিত গম যোগ করলে গমের উদ্বৃত্ত মজুত থাকার কথা। সরবরাহে সংকট না থাকায় দাম বাড়ারও কোনো যৌক্তিকতা নেই বলে জানিয়েছেন বাজার বিশ্লেষকেরা। তাঁরা মনে করেন, বাজারে সরকারি সংস্থাগুলোর পর্যবেক্ষণ ও নজরদারি না থাকার সুযোগ নিয়ে ব্যবসায়ীরা দাম বাড়িয়ে দিয়েছেন।
পুরান ঢাকার মৌলভীবাজারে এক সপ্তাহ আগেও ভালো মানের প্রতি কেজি খোলা আটা বিক্রি হয়েছিল ৩৬-৩৮ টাকায়। গতকাল শনিবার তা ৪০ টাকায় বিক্রি হয়। পরিবহন ভাড়া বেড়ে যাওয়ায় বাজারে আটার দামে প্রভাব পড়েছে বলে জানিয়েছেন সেখান ব্যবসায়ী সিরাজুল ইসলাম।
ঢাকার দোহারের ইকরাশি বাজারের মেসার্স মনির এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আসাদুজ্জামান লিপু জানান, কয়েক দিন আগে ৫০ কেজির এক বস্তা আটা ১ হাজার ৭০০ টাকায় কিনেছিলেন তিনি। এ হিসাবে প্রতি কেজির দাম পড়ে ৩৪ টাকা। আর এখন এক বস্তা ১ হাজার ৮৫০ টাকায় কিনছেন; প্রতি কেজির দাম ৩৭ টাকা।
আমদানি পণ্যের দাম বাড়ার পেছনে আরেকটি কারণ হলো আন্তর্জাতিক বাজারে পণ্যটির মূল্যবৃদ্ধি। বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের তথ্য অনুযায়ী, গত ২৭ আগস্ট আন্তর্জাতিক বাজারে প্রতি টন গম বিক্রি হয়েছে ১৯৫ মার্কিন ডলার, যা এক মাস আগে ছিল ২৩২ ডলার। অর্থাৎ এ সময়ের ব্যবধানে শতকরা দাম কমেছে ১৫ দশমিক ৮০ শতাংশ।
আন্তর্জাতিক বাজারে দাম কমলেও দেশে প্রভাব পড়তে কমপক্ষে ৫৫ দিন লাগে বলে জানিয়েছেন বসুন্ধরা গ্রুপের পরিচালক (বিপণন) রেদোয়ানুর রহমান। তিনি জানান, তাঁদের মিলে গত এক-দেড় মাসে আটার দাম বাড়েনি।
আন্তর্জাতিক বাজারে গমের দাম কমলেও বাজারে প্রভাব না পড়ার বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংগঠন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) বলছে, বাজারে সরকারের সংস্থাগুলোর তদারকির অভাব রয়েছে। সংগঠনের সহসভাপতি এস এম নাজের হোসাইন বলেন, আগে ব্যবসায়ীরা বাজারকে সেভাবে পরোয়া করতেন না; এখনো তাঁদের প্রভাব রয়ে গেছে। পর্যবেক্ষণ ও নজরদারি বাড়িয়ে কারসাজি চিহ্নিত করা জরুরি।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫