Ajker Patrika

পেরুতে বিক্ষোভে নিহত ২০, দুই মন্ত্রীর পদত্যাগ

আজকের পত্রিকা ডেস্ক
পেরুতে বিক্ষোভে নিহত ২০, দুই মন্ত্রীর পদত্যাগ

পেরুর সাবেক প্রেসিডেন্ট পেদ্রো কাস্তিলোর অভিশংসনকে কেন্দ্র করে দেশটিতে চলমান সহিংস বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে। এমন পরিস্থিতিতে গত শুক্রবার দেশটির দুজন গুরুত্বপূর্ণ মন্ত্রী পদত্যাগ করেছেন। বিবিসি ও রয়টার্স জানায়, দুই মন্ত্রীর একজন শিক্ষামন্ত্রী প্যাট্রিসিয়া কোরেয়া। অপরজন সংস্কৃতিমন্ত্রী জাইর পেরেজ।

গত শুক্রবার পদত্যাগের পর প্যাট্রিসিয়া টুইট বার্তায় বলেন, ‘নিজ দেশের মানুষের এভাবে প্রাণ হারানোর কোনো যৌক্তিকতা নেই। রাষ্ট্রীয় সহিংসতা অসামঞ্জস্যপূর্ণ। তা মানুষের প্রাণ কেড়ে নেওয়ার কারণ হতে পারে না।’ দেশটির সরকারি কর্মকর্তারা জানান, গত বৃহস্পতিবার কেন্দ্রীয় আয়াকুচো অঞ্চলে সেনাবাহিনী ও পেদ্রো কাস্তিলোর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আরও আটজন নিহত হয়েছেন। এ পর্যন্ত বিক্ষোভে অন্তত ২০ জন নিহত হয়েছেন।

৭ ডিসেম্বর তৎকালীন প্রেসিডেন্ট পেদ্রো কাস্তিলোকে অভিশংসনের মাধ্যমে অপসারণ করা হয়। বেআইনিভাবে দেশের পার্লামেন্ট বিলুপ্ত করার চেষ্টার অভিযোগে তাঁকে গ্রেপ্তারের পর দেশব্যাপী বিক্ষোভ ছড়িয়ে পড়ে। সে সময় নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন দিনা বোলুয়ার্তে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত