Ajker Patrika

ভুয়া বিয়ের খেসারত হাসপাতালে তরুণী

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২২, ১২: ১৪
ভুয়া বিয়ের খেসারত হাসপাতালে তরুণী

কুড়িগ্রামের রৌমারীতে প্রতারিত হয়ে এক তরুণী আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন। গত মঙ্গলবার এ ঘটনায় রৌমারী থানায় একটি লিখিত অভিযোগ করেছেন ওই তরুণীর বাবা। পুলিশ বলছে, অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার শৌলমারী ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের আব্দুল বাতেনের ছেলে ফারুক হোসেনের (২৬) বিয়ের জন্য গত ৭ মাস আগে পাত্রী দেখতে যান একই ইউনিয়নের বাতার গ্রামে। ফারুক হোসেনের পাত্রী পছন্দ হলেও পরিবারের লোকজনের পছন্দ হয়নি। পরে ওই তরুণীর (পাত্রী) সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন ফারুক হোসেন। একপর্যায়ে বিয়ের ভুয়া রেজিস্ট্রি ফরমে তরুণীর স্বাক্ষর নেয় ফারুক এবং সম্পর্ক গড়ে তোলে। গত দুই সপ্তাহ আগে তাকে (পাত্রী) বাড়ি তুলে নিতে ফারুক হোসেনকে চাপ দেয়। তখন ফারুক বিয়ের কথা অস্বীকার করে। এ ঘটনা সহ্য করতে না পেরে তরুণী গত ৫ ফ্রেরুয়ারি বিকালে বিষপানে আত্মহত্যার চেষ্টা চালায়। পরে গুরুতর অবস্থায় তাকে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জাহাঙ্গীর আলম বলেন, বর্তমানে ওই তরুণী রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

রৌমারী থানার ওসি মোন্তাছের বিল্লাহ বলেন, এ ঘটনায় ওই তরুণীর বাবা বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত