Ajker Patrika

চেয়ারম্যান পদে স্বামী-স্ত্রীসহ ৪৬ জন প্রার্থী

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ১৭: ৩০
চেয়ারম্যান পদে স্বামী-স্ত্রীসহ ৪৬ জন প্রার্থী

দিনাজপুরের চিরিরবন্দর ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৬০৪ প্রার্থী। স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক ইউপি চেয়ারম্যান এবং তাঁর স্ত্রী মনোনয়নপত্র জমা দেন। এ ছাড়া ইসবপুর ইউনিয়নে একজন তৃতীয় লিঙ্গের প্রার্থী সংরক্ষিত আসনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার ১২টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪৬, সংরক্ষিত (নারী) সদস্য ১৪২ এবং সাধারণ সদস্য পদে ৪১৬ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। গত ৯ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমার শেষ সময় ছিল। সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসব মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা।

এর মধ্যে নশরতপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী বর্তমান চেয়ারম্যান মো. নুর ইসলাম শাহ, স্বতন্ত্র হিসেবে মো. নুর-এ-আলম সিদ্দিকী নয়ন, মোছা. মৌসুমী সুলতানা, মো. আবদুল ওহাব ও সৈয়দ মাহমুদুল করিম। সাতনালা ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী মো. নুর ইসলাম, স্বতন্ত্র হিসেবে বর্তমান চেয়ারম্যান মো. এনামুল হক শাহ, মোহাম্মদ আলী জিন্নাহ, জাতীয় পার্টির মো. মোস্তাফিজার রহমান। ফতেজংপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নুর মোহাম্মদ লুনার, স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাবেদ আলী শাহ ও মো. মাসুদ রানা। ইসবপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান মো. আবু হায়দার লিটন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মো. নজরুল হক, মো. হাবিবুল্যা বাহার, মো. শফিকুল ইসলাম। আব্দুলপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. মোকলেছার রহমান, স্বতন্ত্র হিসেবে বর্তমান চেয়ারম্যান মো. ময়েনউদ্দিন শাহ, মো. লুৎফর রহমান, মো. আবু তালেব সরকার। অমরপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান মো. হেলাল সরকার, স্বতন্ত্র হিসেবে মো. ইকবাল হোসেন কাজী, মো. জহুরুল হক ও মো. শমসের আলী। আউলিয়াপুকুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান মো. হাছিবুল হাসান, স্বতন্ত্র হিসেবে মো. আবদুর রহিম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত