Ajker Patrika

মোহনগঞ্জে মাছ ধরা নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত ৯

মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি
আপডেট : ১৭ এপ্রিল ২০২২, ১৪: ২৫
মোহনগঞ্জে মাছ ধরা নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত ৯

নেত্রকোনার মোহনগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে ৯ ব্যক্তি আহত হয়েছেন। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের জৈনপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে ৮ জন গুরুতর আহত হয়েছেন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ও ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে এক ব্যক্তির এক হাত বিচ্ছিন্ন ও অপর হাত কবজি থেকে কেটে ফেলতে হয়েছে। সংঘর্ষের পর রাত ১১টার দিকে আহতদের মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে গুরুতর আহত ৮ জনকে ঢামেক ও মমেকে পাঠান কর্তব্যরত চিকিৎসক।

আহতরা হলেন জৈনপুর গ্রামের মোহন (৩৫), রুবেল মিয়া (৪৩), নূরমহল (৩০), আনোয়ার হোসেন (২০), অন্তর (৩০), সোহেল (২৮), অজিত (৪০), রাহুল (৩১) ও লিংকন। তাঁদের মধ্যে লিংকন ছাড়া বাকি আটজনই গুরুতর জখম।

গতকাল শনিবার দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার (বারহাট্টা সার্কেল) সাইদুর রহমান, মোহনগঞ্জ থানার ওসি রাশেদুল হাসান ও পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার তেতুলিয়া ইউনিয়নের জৈনপুর গ্রামের ছালাম ও অন্তরের মধ্যে বিরোধকে কেন্দ্র করে এই সংঘর্ষ হয়। গত এক বছর মধ্যে এটিই সবচেয়ে বড় ও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা। এ ঘটনায় দুই পক্ষই থানার মামলা করার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

জৈনপুর গ্রামের (৭ নম্বর ওয়ার্ড) সাবেক ইউপি সদস্য হাবিবুর রহমান বলেন, ‘মাছ ধরাসহ সামান্য বিষয় নিয়েই প্রথমে গ্রামের ছালাম ও অন্তরের মধ্যে ঝগড়া হয়। তাদের মধ্যে পুরোনো অনেক বিরোধ রয়েছে। যা এই ঝগড়াকে কেন্দ্র করে আরও প্রকট হয়। এসবের জেরে শুক্রবার সন্ধ্যায় বাড়ি ফেরার পথে উকিল মুন্সীর কবরের পাশে অন্তরের ওপর রামদা ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় ছালামের লোকজন। পরে খবর পেয়ে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়। এতে অন্তরসহ অজিত, রহুল ও লিংকন আহত হন। এর মধ্যে অজিতের একটা হাত প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে। অপর হাতেরও কবজি থেকে কেটে গেছে। ছালাম ও অন্তর দুজন একই গোষ্ঠীর সম্পর্কে চাচাতো ভাই বলেও জানান তিনি।

হাবিবুর রহমান আরও বলেন, ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এর মধ্যে গতকাল সকালে দুজনকে বাড়ির সামনে পেয়ে পিটিয়েছে ছালামের পক্ষের লোকজন। যেকোনো সময় ফের সংঘর্ষ হওয়ার আশঙ্কা রয়েছে।

মোহনগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম বলেন, ‘এখন পরিস্থিতি শান্ত আছে। মাছ ধরাকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জেনেছি। এর মধ্যে পুরোনো বিরোধও আছে। এতে অজিত নামে এক ব্যক্তির একটি হাত প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে, অপর হাতও কবজি থেকে কেটে ফেলতে হবে। বর্তমানে ঢামেকে আছে। তাঁর অবস্থাও আশঙ্কাজনক বলে জেনেছি। অভিযোগ প্রাপ্তির প্রেক্ষিতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত