হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
চাঁদপুরের হাজীগঞ্জ রেলস্টেশনে ‘দালাল’ ছাড়া ট্রেনের টিকিট না পাওয়ার অভিযোগ করেছেন যাত্রীরা। এতে নির্ধারিত মূল্যে স্টেশন থেকে টিকিট সংগ্রহ করতে না পেরে বাধ্য হয়েই বাড়তি দামে ‘দালালের’ কাছ থেকে টিকিট কিনছেন। যাত্রীদের অভিযোগ, দীর্ঘদিন থেকে এসব অনিয়ম প্রকাশ্যে ঘটলেও সমাধানের নেই উদ্যোগ।
জানা গেছে, নানা প্রয়োজনে প্রতিদিন হাজীগঞ্জ থেকে ট্রেনের মাধ্যমে ঢাকাসহ সারা দেশে ভ্রমণ করে শত শত মানুষ। বাস, লঞ্চসহ বিকল্প যানবাহনের চেয়ে কম খরচে নিরাপদ গন্তব্য যেতে ট্রেনই এখানকার মানুষের প্রথম আগ্রহ। কিন্তু এই রেলস্টেশন থেকে যাত্রায় নিত্যদিনের দুর্ভোগের এক নাম ‘দালালচক্র’। প্রতিদিন টিকিটের জন্য লম্বা লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকেও টিকিট না পাওয়ার অভিযোগ অধিকাংশ যাত্রীর।
কয়েক দিনে হাজীগঞ্জ রেলস্টেশনে সরেজমিন দেখা গেছে, ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়েও কাঙ্ক্ষিত টিকিট পাচ্ছেন না যাত্রীরা। কিন্তু স্টেশনের আশপাশে কয়েকজন ‘দালাল’ বিক্রির জন্য টিকিট নিয়ে ঘুরছেন। হাজীগঞ্জ রেলস্টেশন থেকে ‘দালালের’ মাধ্যমে টিকিট সংগ্রহের বিষয়টিকে লজ্জার বলে মনে করেন যাত্রীরা।
কচুয়া উপজেলা থেকে আসা যাত্রী শরিফ ও রাসেল, ফরিদগঞ্জ উপজেলা থেকে আসা রাকিব ও মনির এবং হাজীগঞ্জের ইসমাইল হোসেন নামের যাত্রীরা অভিযোগ করে বলেন, সাগরিকা ট্রেনের টিকিটের জন্য ৩০ জনের মতো লাইনে দাঁড়িয়ে ছিলেন। কিন্তু ১০ জনকে দেওয়ার পর বুকিং মাস্টার হানিফ বলছেন টিকিট নেই। এরপর এখানকার কয়েকজন ‘দালালের’ কাছ থেকে চট্টগ্রাম যাওয়ার জন্য ৭৫ টাকার টিকিট সংগ্রহ করতে হয়েছে ১৬০ টাকায়। বাড়তি দামে টিকিট বিক্রির জন্য এই চক্র আগে থেকেই কাউন্টারের বুকিং মাস্টারের সঙ্গে যোগসাজশ করে তাঁদের দখলে টিকিট নিয়ে রাখেন।
হাজীগঞ্জ রেলস্টেশন মাস্টার মারুফ হোসেন বলেন, এ স্টেশনে প্রতিদিন ৪০টি টিকিট বরাদ্দ থাকে। কীভাবে দালাল চক্রের হাতে টিকিট পৌঁছায় লিখিত অভিযোগ পেলে তা ব্যবস্থা নেওয়া হবে।
সরকারি মেঘনা ট্রেনের সহকারী রেলমাস্টার সুজাউদ্দিন বলেন, ‘সাগরিকা ট্রেন কোম্পানির নিয়ন্ত্রণে হওয়ায় এসএ ট্রেডার্সের অধীনে বর্তমানে ১৮টি ট্রেন চলাচল করছে। তাদের কাউন্টার বাইরে এবং তাদের বুকিং মাস্টারও আলাদা। আমাদের এখানে যাত্রীর তুলনায় টিকিটের সংখ্যা কম। অনেক সময় আগে থেকে অনেকেই বিভিন্নভাবে টিকিট সংগ্রহ করে রাখেন। যে কারণে বিশেষ বিশেষ দিনে যাত্রীরা নির্ধারিত সময়ের মধ্যে টিকিট না পেয়ে অভিযোগ করছেন।’
চাঁদপুরের হাজীগঞ্জ রেলস্টেশনে ‘দালাল’ ছাড়া ট্রেনের টিকিট না পাওয়ার অভিযোগ করেছেন যাত্রীরা। এতে নির্ধারিত মূল্যে স্টেশন থেকে টিকিট সংগ্রহ করতে না পেরে বাধ্য হয়েই বাড়তি দামে ‘দালালের’ কাছ থেকে টিকিট কিনছেন। যাত্রীদের অভিযোগ, দীর্ঘদিন থেকে এসব অনিয়ম প্রকাশ্যে ঘটলেও সমাধানের নেই উদ্যোগ।
জানা গেছে, নানা প্রয়োজনে প্রতিদিন হাজীগঞ্জ থেকে ট্রেনের মাধ্যমে ঢাকাসহ সারা দেশে ভ্রমণ করে শত শত মানুষ। বাস, লঞ্চসহ বিকল্প যানবাহনের চেয়ে কম খরচে নিরাপদ গন্তব্য যেতে ট্রেনই এখানকার মানুষের প্রথম আগ্রহ। কিন্তু এই রেলস্টেশন থেকে যাত্রায় নিত্যদিনের দুর্ভোগের এক নাম ‘দালালচক্র’। প্রতিদিন টিকিটের জন্য লম্বা লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকেও টিকিট না পাওয়ার অভিযোগ অধিকাংশ যাত্রীর।
কয়েক দিনে হাজীগঞ্জ রেলস্টেশনে সরেজমিন দেখা গেছে, ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়েও কাঙ্ক্ষিত টিকিট পাচ্ছেন না যাত্রীরা। কিন্তু স্টেশনের আশপাশে কয়েকজন ‘দালাল’ বিক্রির জন্য টিকিট নিয়ে ঘুরছেন। হাজীগঞ্জ রেলস্টেশন থেকে ‘দালালের’ মাধ্যমে টিকিট সংগ্রহের বিষয়টিকে লজ্জার বলে মনে করেন যাত্রীরা।
কচুয়া উপজেলা থেকে আসা যাত্রী শরিফ ও রাসেল, ফরিদগঞ্জ উপজেলা থেকে আসা রাকিব ও মনির এবং হাজীগঞ্জের ইসমাইল হোসেন নামের যাত্রীরা অভিযোগ করে বলেন, সাগরিকা ট্রেনের টিকিটের জন্য ৩০ জনের মতো লাইনে দাঁড়িয়ে ছিলেন। কিন্তু ১০ জনকে দেওয়ার পর বুকিং মাস্টার হানিফ বলছেন টিকিট নেই। এরপর এখানকার কয়েকজন ‘দালালের’ কাছ থেকে চট্টগ্রাম যাওয়ার জন্য ৭৫ টাকার টিকিট সংগ্রহ করতে হয়েছে ১৬০ টাকায়। বাড়তি দামে টিকিট বিক্রির জন্য এই চক্র আগে থেকেই কাউন্টারের বুকিং মাস্টারের সঙ্গে যোগসাজশ করে তাঁদের দখলে টিকিট নিয়ে রাখেন।
হাজীগঞ্জ রেলস্টেশন মাস্টার মারুফ হোসেন বলেন, এ স্টেশনে প্রতিদিন ৪০টি টিকিট বরাদ্দ থাকে। কীভাবে দালাল চক্রের হাতে টিকিট পৌঁছায় লিখিত অভিযোগ পেলে তা ব্যবস্থা নেওয়া হবে।
সরকারি মেঘনা ট্রেনের সহকারী রেলমাস্টার সুজাউদ্দিন বলেন, ‘সাগরিকা ট্রেন কোম্পানির নিয়ন্ত্রণে হওয়ায় এসএ ট্রেডার্সের অধীনে বর্তমানে ১৮টি ট্রেন চলাচল করছে। তাদের কাউন্টার বাইরে এবং তাদের বুকিং মাস্টারও আলাদা। আমাদের এখানে যাত্রীর তুলনায় টিকিটের সংখ্যা কম। অনেক সময় আগে থেকে অনেকেই বিভিন্নভাবে টিকিট সংগ্রহ করে রাখেন। যে কারণে বিশেষ বিশেষ দিনে যাত্রীরা নির্ধারিত সময়ের মধ্যে টিকিট না পেয়ে অভিযোগ করছেন।’
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪