Ajker Patrika

আহ্বায়ক কমিটিতেই এক যুগ

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২১, ১৬: ৪৪
আহ্বায়ক কমিটিতেই এক যুগ

আহ্বায়ক কমিটি দিয়ে এক যুগের বেশি সময় ধরে চলছে বগুড়ার শাজাহানপুর উপজেলা বিএনপি। কমিটির দায়িত্বপ্রাপ্তরা পূর্ণাঙ্গ কমিটি গঠনে বারবার ব্যর্থ হচ্ছেন।

দলটির অনেক নেতা কর্মী মনে করছেন, এই অবস্থার কারণে ক্রমেই সাংগঠনিক শক্তি হারাচ্ছে দল। ইতিমধ্যে কেউ কেউ দল ত্যাগ করেছেন। মামলা হামলার শিকার হয়েও কমিটিতে জায়গা না পাওয়ায় দলের একটি বড় অংশ নিষ্ক্রিয় হয়ে পড়েছেন।

উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলী হায়দার তোতা আজকের পত্রিকাকে জানান, ২০১১ সাল পর্যন্ত পূর্ণাঙ্গ কমিটিতে তিনি সভাপতির দায়িত্ব পালন করেছেন। এরপর এই কমিটি বিলুপ্ত করে ফজলুল হক রতনকে আহ্বায়ক করে কমিটি ঘোষণা হয়। পরে ফজলুল হক রতনের মৃত্যুর পর আহ্বায়কের দায়িত্ব নেন আবুল বাশার। এই কমিটি দীর্ঘদিন দায়িত্ব পালন করলেও পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে পারেনি। ২০১৯ সালে আগের কমিটি বিলুপ্ত করে আব্দুল হাকিমকে আহ্বায়ক এবং বজলুর রহমান নিলুকে যুগ্ম আহ্বায়ক করে নতুন একটি কমিটি ঘোষণা হয়। সেই কমিটি এখনো পর্যন্ত দায়িত্ব পালন করছেন, কিন্তু পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে ব্যর্থ তাঁরাও।

জানতে চাইলে গোহাইল ইউনিয়ন বিএনপির নেতা মিজানুর রহমান মতিন কাজী আজকের পত্রিকাকে বলেন, ‘উপজেলা বিএনপির নেতৃত্বে দুর্বলতার কারণে সাংগঠনিক শক্তি হারিয়ে ফেলছে। দীর্ঘদিন ধরে পকেট কমিটি দিয়ে দল চলছে।’

উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবুল বাশার আজকের পত্রিকাকে বলেন, ‘ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে উপজেলা বিএনপির অনেকেই আওয়ামী লীগের প্রার্থীর হয়ে কাজ করেছেন। ত্যাগী নেতা কর্মীদের বাদ দিয়ে কমিটি করার ফলে এটি হচ্ছে।’

উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনোয়ার হোসেন মাস্টার আজকের পত্রিকাকে বলেন, ‘ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠন শুরু করেছিলাম। জেলার নেতারা ঢাকায় যোগাযোগ করে গঠন করা কমিটির ওপর সংযোজন-বিয়োজন করে নিয়ে আসেন। মূলত জেলা কমিটি উপজেলা কমিটি গঠন করে দেবে। উপজেলা কমিটি ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠন করবেন। কিন্তু উপজেলার সাংগঠনিক দায়িত্বে থাকা জেলার নেতাদের হস্তক্ষেপের কারণে কমিটি গঠন করা সম্ভব হয় না।’

উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এনামুল হক শাহীন আজকের পত্রিকাকে বলেন, ‘দলের কোনো নেতা কর্মী আওয়ামী লীগের প্রার্থীর হয়ে কাজ করলে অবশ্যই তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

উপজেলা বিএনপির বর্তমান কমিটির আহ্বায়ক আব্দুল হাকিম আজকের পত্রিকাকে বলেন, ‘অভ্যন্তরীণ কোন্দল, কমিটি করার ব্যর্থতা রয়েছে এটা সত্য। বিএনপির অনেকেই আওয়ামী লীগের হয়ে কাজ করেছেন এটাও সত্য।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত