ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট উপজেলা করোনাভাইরাসের বিপক্ষে উচ্চ প্রতিরোধ ক্ষমতা বলয় (হার্ড ইমিউনিটি) দ্বারপ্রান্তে পৌঁছে গেছে বলে জানা গেছে।
ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, উপজেলায় টিকা নেওয়ার জন্য নিবন্ধন করেছেন ৮০ হাজার ৫২০ জন। এর মধ্যে টিকার প্রথম ডোজ পেয়েছেন ৬৯ হাজার ৪৫০ জন। যা প্রতিরোধ বলয় অর্জনের কাছাকাছি এবং জেলার মধ্যে শতকরা হিসাবে সর্বোচ্চ বলে দাবি করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা অসীম কুমার সমাদ্দার। সিভিল সার্জন জালাল উদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
উপজেলা পরিসংখ্যান অফিসের তথ্য অনুযায়ী, ফকিরহাটের জনসংখ্যা ১ লাখ ৩০ হাজার জন। এর মধ্যে ১৮ বছরের ঊর্ধ্বে টিকার নিবন্ধনযোগ্য রয়েছেন ১ লাখ ২০০ জন। এরই মধ্যে দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪৩ হাজার ৫০০ জন।
স্বাস্থ্য কর্মকর্তা অসীম কুমার সমাদ্দার বলেন, উপজেলা ৮০ হাজার ১৬০ জন মানুষ টিকা নিলে করোনাভাইরাসের বিরুদ্ধে তৈরি হবে উচ্চ প্রতিরোধ বলয় বা হার্ড ইমিউনিটি। নির্দিষ্ট একটি এলাকার জনগোষ্ঠীর শতকরা ৮০ ভাগ মানুষ যখন টিকা নিয়ে কিংবা রোগে আক্রান্তের পর সুস্থ হয়ে একটি সংক্রামক রোগের বিরুদ্ধে ইমিউনিটি বা রোগ সংক্রমণ থেকে রক্ষা পান তখন পরোক্ষভাবে পুরো জনগোষ্ঠী রোগটি থেকে সুরক্ষিত থাকে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একেই বলা হয় হার্ড ইমিউনিটি বা উচ্চ প্রতিরোধ ক্ষমতা বলয় । তিনি আরও বলেন, ৮০ ভাগ মানুষ টিকা নেওয়ার পর ওই জনগোষ্ঠীর কিছু সদস্য যদি টিকা নাও নেন কিংবা টিকা নেওয়ার পর তাঁদের শরীরে ইমিউনিটি তৈরি না করে তবুও তাঁরা ওই সংক্রামক রোগ থেকে সুরক্ষিত থাকবেন। কারণ আশপাশের মানুষের মধ্যে যাদের শরীরে ইমিউনিটি তৈরি হয়েছে, তাঁরাই বাকি সদস্যদের জন্য সুরক্ষা কবচ হিসেবে কাজ করবেন।
ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ বলেন, ‘করোনাভাইরাস যেহেতু প্রাণঘাতী, তাই সরকারের নির্দেশনা মতো টিকার মাধ্যমে উচ্চ প্রতিরোধ ক্ষমতা বলয় তৈরি চেষ্টা করেছি আমরা। প্রশাসনের পক্ষ থেকে মাইকিং, প্রচারপত্র ও বিভিন্ন সভায় করোনা টিকা নেওয়ার জন্য জনগণকে সম্মিলিতভাবে উদ্বুদ্ধ করেছি। মানুষকে বিনা মূল্যে টিকার নিবন্ধন করে দেওয়া হয়েছে। এসব কারণে ফকিরহাট উপজেলার ২৫ বছরের অধিক বয়সী টিকাযোগ্য মোট জনসংখ্যার প্রায় ৭৬ ভাগ আমরা টিকার আওতায় আনতে সক্ষম হয়েছি। তবে সম্প্রতি সরকার ১৮ বছর বয়সীদের এর আওতায় আনায় শতকরা হারে তা ৬৯.৩ ভাগে নেমে গেছে। তবে যেভাবে টিকার কাজ চলছে তাতে অল্প সময়ের মধ্যে আমরা সুরক্ষা বলয়ে ঢুকতে পারব।’
বাগেরহাটের ফকিরহাট উপজেলা করোনাভাইরাসের বিপক্ষে উচ্চ প্রতিরোধ ক্ষমতা বলয় (হার্ড ইমিউনিটি) দ্বারপ্রান্তে পৌঁছে গেছে বলে জানা গেছে।
ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, উপজেলায় টিকা নেওয়ার জন্য নিবন্ধন করেছেন ৮০ হাজার ৫২০ জন। এর মধ্যে টিকার প্রথম ডোজ পেয়েছেন ৬৯ হাজার ৪৫০ জন। যা প্রতিরোধ বলয় অর্জনের কাছাকাছি এবং জেলার মধ্যে শতকরা হিসাবে সর্বোচ্চ বলে দাবি করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা অসীম কুমার সমাদ্দার। সিভিল সার্জন জালাল উদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
উপজেলা পরিসংখ্যান অফিসের তথ্য অনুযায়ী, ফকিরহাটের জনসংখ্যা ১ লাখ ৩০ হাজার জন। এর মধ্যে ১৮ বছরের ঊর্ধ্বে টিকার নিবন্ধনযোগ্য রয়েছেন ১ লাখ ২০০ জন। এরই মধ্যে দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪৩ হাজার ৫০০ জন।
স্বাস্থ্য কর্মকর্তা অসীম কুমার সমাদ্দার বলেন, উপজেলা ৮০ হাজার ১৬০ জন মানুষ টিকা নিলে করোনাভাইরাসের বিরুদ্ধে তৈরি হবে উচ্চ প্রতিরোধ বলয় বা হার্ড ইমিউনিটি। নির্দিষ্ট একটি এলাকার জনগোষ্ঠীর শতকরা ৮০ ভাগ মানুষ যখন টিকা নিয়ে কিংবা রোগে আক্রান্তের পর সুস্থ হয়ে একটি সংক্রামক রোগের বিরুদ্ধে ইমিউনিটি বা রোগ সংক্রমণ থেকে রক্ষা পান তখন পরোক্ষভাবে পুরো জনগোষ্ঠী রোগটি থেকে সুরক্ষিত থাকে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একেই বলা হয় হার্ড ইমিউনিটি বা উচ্চ প্রতিরোধ ক্ষমতা বলয় । তিনি আরও বলেন, ৮০ ভাগ মানুষ টিকা নেওয়ার পর ওই জনগোষ্ঠীর কিছু সদস্য যদি টিকা নাও নেন কিংবা টিকা নেওয়ার পর তাঁদের শরীরে ইমিউনিটি তৈরি না করে তবুও তাঁরা ওই সংক্রামক রোগ থেকে সুরক্ষিত থাকবেন। কারণ আশপাশের মানুষের মধ্যে যাদের শরীরে ইমিউনিটি তৈরি হয়েছে, তাঁরাই বাকি সদস্যদের জন্য সুরক্ষা কবচ হিসেবে কাজ করবেন।
ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ বলেন, ‘করোনাভাইরাস যেহেতু প্রাণঘাতী, তাই সরকারের নির্দেশনা মতো টিকার মাধ্যমে উচ্চ প্রতিরোধ ক্ষমতা বলয় তৈরি চেষ্টা করেছি আমরা। প্রশাসনের পক্ষ থেকে মাইকিং, প্রচারপত্র ও বিভিন্ন সভায় করোনা টিকা নেওয়ার জন্য জনগণকে সম্মিলিতভাবে উদ্বুদ্ধ করেছি। মানুষকে বিনা মূল্যে টিকার নিবন্ধন করে দেওয়া হয়েছে। এসব কারণে ফকিরহাট উপজেলার ২৫ বছরের অধিক বয়সী টিকাযোগ্য মোট জনসংখ্যার প্রায় ৭৬ ভাগ আমরা টিকার আওতায় আনতে সক্ষম হয়েছি। তবে সম্প্রতি সরকার ১৮ বছর বয়সীদের এর আওতায় আনায় শতকরা হারে তা ৬৯.৩ ভাগে নেমে গেছে। তবে যেভাবে টিকার কাজ চলছে তাতে অল্প সময়ের মধ্যে আমরা সুরক্ষা বলয়ে ঢুকতে পারব।’
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫