Ajker Patrika

দোলেশ্বর হানাফিয়া জামে মসজিদের স্থপতি পুরস্কৃত

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২১, ১০: ১৪
দোলেশ্বর হানাফিয়া জামে মসজিদের স্থপতি পুরস্কৃত

দেড় শ বছরের বেশি সময় ধরে কেরানীগঞ্জের মাটিতে ইতিহাস আর ঐতিহ্যের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে দোলেশ্বর হানাফিয়া জামে মসজিদ। কেরানীগঞ্জ উপজেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন কোন্ডা ইউনিয়নের দোলেশ্বর গ্রামে অবস্থিত এ মসজিদটি সংস্কার ও সংরক্ষণের জন্য স্থপতি সাঈদ মোস্তাক আহমেদ ‘দ্য অ্যাওয়ার্ড অব মেরিট’ পুরস্কারে ভূষিত হয়েছেন।

জানা গেছে, ২০২১ ইউনেসকো এশিয়া-প্যাসিফিক অ্যাওয়ার্ডস ফর কালচারাল হেরিটেজ কনজারভেশনে ৬টি দেশের ৯টি প্রকল্প বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কারে ভূষিত হয়েছে। যার মধ্যে দোলেশ্বর হানাফিয়া জামে মসজিদের স্থপতি সাঈদ মোস্তাক আহমেদ দ্য অ্যাওয়ার্ড অব মেরিট পুরস্কারে ভূষিত হয়েছেন।

স্থানীয়দের কাছে এটি অত্যন্ত পবিত্র একটি স্থান। পাশাপাশি দেশের বিভিন্ন এলাকার পর্যটকেরা কেরানীগঞ্জে এলে একবার অন্তত এ মসজিদটি দেখতে আসেন। দেড় শ বছরের পুরোনো মসজিদটির পুরোনো আদল সম্পূর্ণ ঠিক রেখে সুনিপুণ হাতে পুনর্নির্মাণের কাজ করেছেন স্থপতি সাঈদ মোস্তাক আহমেদ। বাংলাদেশের আধুনিক স্থাপনায় এই মসজিদটি গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে। এ কারণে নিউ ইয়র্ক টাইমস, আর্ক ডেইলির মতো গুরুত্বপূর্ণ গণমাধ্যমে বাংলাদেশের অনন্য এই স্থাপনাটি নিয়ে একাধিকবার ফিচার হয়েছে।

এ বিষয়ে স্থানীয় সাংসদ ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেন, ‘এই মসজিদটি প্রথম প্রতিষ্ঠিত হয় আমাদের পূর্বপুরুষদের হাত ধরে। চার প্রজন্ম ধরে এই মসজিদটি আমরা রক্ষণাবেক্ষণ করে আসছি। নতুন করে যখন মসজিদটি নির্মাণ করা হয় তখন পুরোনো মসজিদকে রেখে পুনর্নির্মাণ করাটাই ছিল আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। দোলেশ্বর হানাফিয়া জামে মসজিদ দেশের জন্য যেমন বিরাট সম্মানের, তেমনি আমার জন্যও ভীষণ আনন্দের।’

মসজিদটির স্থপতি সাঈদ মোস্তাক আহমেদ এ বিষয়ে আজকের পত্রিকাকে বলেন, ‘একটি আন্তর্জাতিক পুরস্কার আমার জন্য যেমন আনন্দের তেমনি গর্বের। তবে স্থানীয় সাংসদ যখন আমাকে বলেছিলেন মসজিদটি সংস্কার করার কথা, তখন কিন্তু বিষয়টা এত সহজ ছিল না। মসজিদটি সংস্কারের ক্ষেত্রে স্থাপত্যশৈলীর পাশাপাশি আধুনিকতার বিষয়টি মাথায় রাখতে হয়েছে। আন্তর্জাতিক পুরস্কার পেয়ে মনে হচ্ছে আমরা সফল।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত