Ajker Patrika

কাজ শেষ করেও মজুরি বঞ্চিত ২৫০০ শ্রমিক

আব্দুর রহিম পায়েল, গঙ্গাচড়া (রংপুর)
কাজ শেষ করেও মজুরি বঞ্চিত ২৫০০ শ্রমিক

হতদরিদ্রের কর্মসৃজন কর্মসূচিতে প্রতি সপ্তাহে মজুরি পরিশোধের কথা থাকলেও রংপুরের গঙ্গাচড়ায় আড়াই হাজারের বেশি শ্রমিক পুরো মেয়াদ শেষ করেও কোনো টাকা পাননি বলে অভিযোগ করেছেন। সময়মতো পারিশ্রমিক না পেয়ে তাঁরা পরিবার নিয়ে অতিকষ্টে দিনযাপন করছেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্রে জানা গেছে, কর্মসৃজন কর্মসূচি প্রকল্পে গঙ্গাচড়ায় ২ হাজার ৬১৬ জন শ্রমিক আছেন। প্রকল্পের আওতায় তাঁরা ৪০ দিন কাজ করেছেন। তাঁদের মজুরি বাবদ বরাদ্দ দেওয়া হয় ৪ কোটি ২০ লাখ ১৮ হাজার টাকা। গত ২৬ নভেম্বর কাজ শুরু হয়ে ১৮ জানুয়ারি শেষ হয়েছে।

বিধি অনুযায়ী, এ প্রকল্পে কাজ করে মজুরি হিসেবে একজন সাধারণ শ্রমিক দৈনিক ৪০০ টাকা আর দলনেতা পাবেন ৪৫০ টাকা। প্রতি সপ্তাহে এই মজুরির টাকা পরিশোধের কথা। কিন্তু গঙ্গাচড়ার ৯ ইউনিয়নের শ্রমিকদের ৪০ কর্মদিবস শেষ হয়েছে প্রায় এক সপ্তাহ আগে। কিন্তু এখনো মজুরি পাননি শ্রমিকেরা।

কোলকোন্দ ইউনিয়নের কুড়িবিশ্বা গ্রামের রুহুল আমিন বলেন, ৪০ দিন কাজ করে এক টাকাও পাননি। কাজ করে যদি উপাস থাকা লাগে, তাহলে এই কাজ করে লাভ কী?

সদর ইউনিয়নের বোল্লারপাড় গ্রামের মোহছেনা বেগম বলেন, এবার টাকা দেওয়ার কোনো নাম নাই? সপ্তাহে সপ্তাহে মোবাইলে টাকা পাব বলে জানানো হয়েছিল। কিন্তু কাজ শেষ করেও কোনো টাকা পাননি। টাকা না পেয়ে খুব কষ্টে আছেন। টাকা পাবেন পাবেন করে প্রায় আট হাজার টাকা ধার করে খরচ করেছেন। এখন পাওনাদার টাকার জন্য প্রতিদিন বাড়ি আসেন। কাজের টাকাগুলা দিলে খুব ভালো হয়।

শুধু রুহুল বা মোহছেনা নন, টাকা না পেয়ে কষ্টে আছেন উপজেলার বিভিন্ন ইউনিয়ন আড়াই হাজার শ্রমিক। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মুনিমুল হক বলেন, ‘প্রকল্পের শ্রমিকদের টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দেওয়া হয়। আমরা ২৫ দিনের কাজের প্রতিবেদন পাঠিয়েছি তো। তাঁরা ২৫ দিনের কাজের টাকা তাঁদের মোবাইল ফোনের মাধ্যমে পেয়ে যাবেন।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

বীর্যে বিরল অ্যালার্জি, নারীর বন্ধ্যাত্ব নিয়ে চিকিৎসকদের নতুন সতর্কতা

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

কক্সবাজারে যাওয়ার পথে ২৩ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত