Ajker Patrika

গান গেয়ে মঞ্চ মাতালেন ওসি

বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২২, ১২: ৪৮
গান গেয়ে মঞ্চ মাতালেন ওসি

বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষ উদ্‌যাপন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বাজিতপুর থানা-পুলিশ। গত শুক্রবার সন্ধ্যায় বাজিতপুর থানার মোড় চত্বরে এই অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে একের পর এক গান গেয়ে দর্শক মাতালেন বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম ও তার স্ত্রী মিসেস জিনাত আরা।

অনুষ্ঠানে অতিথি ছিলেন বাজিতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান রকিবুল হাসান শিবলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা মোরশেদা খাতুন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান গোলনাহার ফারুক, বাজিতপুর প্রেসক্লাবের সভাপতি মো. রফিকুল ইসলাম, এ. এস. পি সার্কেল ভৈরব রেজওয়ান দীপু, কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা, বাজিতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশরাত জাহান প্রমুখ।

মাগরিবের নামজের পর থেকে বিভিন্ন বয়সের দর্শক-শ্রোতার অনুষ্ঠানে আসতে শুরু করেন। রাত সাড়ে ৭টায় মঞ্চে ওঠেন ওসি মাজহারুল ইসলাম। গাইতে শুরু করেন যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই। এরপর আরও দুটি গান পরিবেশন করে উপস্থিত সকলকেই তাক লাগিয়ে দিলেন তিনি। পরে তার স্ত্রী জিনাত আরও দুটি গান পরিবেশন করেন।

বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, ‘পুলিশ জনগণের শত্রু নয়, জনগণের বন্ধু। সেবাই পুলিশের ধর্ম, সেবা দিয়েই মানুষের মন জয় করতে হয়। মানবিক ও জনবান্ধব পুলিশ হিসেবে জনগণের পাশে দাঁড়াতে সর্বদা চেষ্টা করছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত