Ajker Patrika

চেম্বার নির্বাচনের প্রার্থী চূড়ান্ত

সিলেট প্রতিনিধি
আপডেট : ৩০ নভেম্বর ২০২১, ১২: ৩০
চেম্বার নির্বাচনের প্রার্থী চূড়ান্ত

সিলেটের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক (২০২২-২০২৩ সাল) নির্বাচন আগামী ১১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। নির্বাচনে প্রার্থী তালিকা চূড়ান্ত হয়েছে।

পরিচালনা পরিষদের ২২টি পদে ৪৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে অর্ডিনারি শ্রেণি থেকে ২৮ জন, অ্যাসোসিয়েট শ্রেণি থেকে ১২ জন, ট্রেড গ্রুপ শ্রেণি থেকে তিনজন এবং টাউন অ্যাসোসিয়েশন থেকে একজন প্রার্থী রয়েছেন।

গতকাল সোমবার চেম্বার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মো. আব্দুল জব্বার জলিল।

এ সময় মো. আব্দুল জব্বার জলিল জানান, আগামী ১১ ডিসেম্বর শনিবার নগরীর ধোপাদীঘিরপাড়ে ইউনাইটেড কমিউনিটি সেন্টারে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে। নির্বাচনে সিলেট চেম্বারের ৪টি সদস্য ক্যাটাগরির মধ্যে অর্ডিনারি শ্রেণি থেকে ১২ জন পরিচালক, অ্যাসোসিয়েট শ্রেণি থেকে ছয়জন পরিচালক, ট্রেড গ্রুপ থেকে তিনজন পরিচালক ও টাউন অ্যাসোসিয়েশন শ্রেণি থেকে একজন পরিচালক নির্বাচিত হবেন। নির্বাচনে অর্ডিনারি ভোটার সংখ্যা ১ হাজার ৩৪৮ জন, অ্যাসোসিয়েট ১ হাজার ২৪২ জন, ট্রেড গ্রুপ ৯ জন ও টাউন অ্যাসোসিয়েশন শ্রেণিতে ভোটার একজন।

অর্ডিনারি শ্রেণি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন এজাজ আহমদ চৌধুরী, মো. মামুন কিবরিয়া সুমন, ফালাহ উদ্দিন আলী আহমদ, এনামুল কুদ্দুছ চৌধুরী (এনাম), মুশফিক জায়গীরদার, ফখর উস সালেহীন নাহিয়ান, আব্দুল হাদী পাবেল, মো. আনোয়ার রশিদ, মো. নাফিস জুবায়ের চৌধুরী, মো. খুবেব হোসেইন, ফায়েক আহমেদ, দেবাশীষ চক্রবর্তী, মো. মাসনুন আকিব বড়ভূইঞা, মো. হিফজুর রহমান খান, মো. আব্দুর রহমান (জামিল), হুমায়ুন আহমদ, মো. নজরুল ইসলাম, আলীমুল এহছান চৌধুরী, খন্দকার ইসরার আহমদ রকী, জনাব মো. আব্দুস সামাদ, শান্ত দেব, মো. রুহুল আলম, জহিরুল কবীর চৌধুরী, ফাহিম আহমদ চৌধুরী, দেবাংশু দাস, মো. আবুল হোসেন, মো. জসিম উদ্দিন ও সামিয়া বেগম চৌধুরী

অ্যাসোসিয়েট শ্রেণি থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন তাহমিন আহমদ, ওয়াহিদুজ্জামান চৌধুরী, মো. মুজিবুর রহমান মিন্টু, কাজী মো. মোস্তাফিজুর রহমান, জয়দেব চক্রবর্তী, মো. মাহবুবুল হাফিজ চৌধুরী মুশফিক, জিয়াউল হক, মো. আবুল কালাম, মো. রাজ্জাক হোসেন, সরোয়ার হোসেন (ছেদু), মো. রিমাদ আহমদ রুবেল, ও মো. সাহাদত করিম চৌধুরী।

ট্রেড গ্রুপ শ্রেণি থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন আবু তাহের মো. শোয়েব, মো. হিজকিল গুলজার, মো. আতিক হোসেন। এ ছাড়া টাউন অ্যাসোসিয়েশন শ্রেণি থেকে একমাত্র প্রার্থী আমিনুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

১১ ডিসেম্বরের নির্বাচনে নির্বাচিত পরিচালকদের মধ্যে থেকে সভাপতি, সিনিয়র সহসভাপতি ও সহসভাপতি পদের নির্বাচন আগামী ১৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

আমরা দখল করি লঞ্চঘাট-বাসস্ট্যান্ড, জামায়াত করে বিশ্ববিদ্যালয়: আলতাফ হোসেন চৌধুরী

মুচলেকা দিয়ে ক্যাম্পাস ছাড়লেন আনন্দ মোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত