Ajker Patrika

বাড়ি ফিরলেন নিখোঁজ দুই বোন

বদরগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৮ নভেম্বর ২০২১, ১৯: ৫১
বাড়ি ফিরলেন নিখোঁজ দুই বোন

নিখোঁজের দেড় মাস পর বদরগঞ্জের সেই দুই বাক্প্রতিবন্ধী ভিক্ষুক বোন বাড়ি ফিরেছেন। তাঁরা হলেন পৌর শহরের শাহাপুর ছকিমুদ্দিনের ডাঙ্গা গ্রামের জোসনা (৫১) ও রশিদা (৫৪)।

দুই বোন গতকাল রোববার নিজ বাড়িতে ফেরেন। তাঁদের স্বজন শাহিন ইসলাম এই তথ্য জানিয়েছেন।

দুই বোন এলাকায় ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতেন। এ জন্য প্রতিদিন সকালে বাড়ি থেকে বের হয়ে ফিরতেন সন্ধ্যার আগে। তাঁরা গত ২১ সেপ্টেম্বর ভিক্ষা করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিলেন। পরে তাঁদের খোঁজ না মিলায় শাহিন ২৫ সেপ্টেম্বর বদরগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

শাহিন বলেন, ‘দুই বোন কথা বলতে পারেন না। তাঁদের মা-বাবা মারা যাওয়ার পর পরিবারের আর কেউ নেই। তাঁদের সন্ধান না পেয়ে খুব টেনশনে ছিলাম। আজ (রোববার) সকালে হঠাৎ দুই বোন বাড়িতে হাজির হন। তাঁদের ইশারায় বোঝা যায়, তাঁরা ট্রেনে চড়ে অনেক দূরে গিয়েছিলেন। আবার ট্রেনেই এসেছেন।’

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, ‘ওই দুই বাক্প্রতিবন্ধী বোনের বাড়িতে ফেরার বিষয়টি শুনেছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিড়াল মনিবকে কেন মৃত প্রাণী ‘উপহার’ দেয়

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

বৃষ্টি অপেক্ষায় রেখেছে বাংলাদেশ-জিম্বাবুয়েকে

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

শেখ হাসিনার সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রত্যাহার করতে পারে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত