Ajker Patrika

এক ব্যক্তিকে চারবার টিকা!

সাতক্ষীরা প্রতিনিধি
আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২১, ১৬: ০৮
এক ব্যক্তিকে চারবার টিকা!

সাতক্ষীরার বল্লী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে গৌতম রায় নামের এক ব্যক্তিকে ৪ বার টিকা দেওয়ার অভিযোগ উঠেছে। টিকা প্রদানকারী স্বাস্থ্য সহকারীর নাম নাজমুন নাহার। তিনি সদর উপজেলার বল্লী ইউনিয়নে কর্মরত। আর গৌতম রায় সদর উপজেলার আমতলা গ্রামের বাসিন্দা।

সাতক্ষীরা সদর হাসপাতালে ওই প্রতিবেদককে গৌতম রায় জানান, তিনি টিকা দিতে সকালে বল্লী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে যান। তাঁকে পরপর চারবার টিকা দেওয়া হয়। টিকার পুরো বোতল দেওয়ার জন্য তাঁকে এভাবে টিকা দিচ্ছে বলে তিনি মনে করেছিলেন। পরে বুঝতে পেরে ভয় পেয়ে যান।

সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়েত বলেন, ‘গৌতম রায়কে আমি ডেকে পাঠিয়েছিলাম। তাঁর হাতের ওপরের দিকে তিনটা দাগ আমি দেখতে পেয়েছি। টিকার পুরো বোতল শেষ করার জন্যই গৌতম চারটি টিকা নিয়েছেন বলে দাবি করেছেন। এ ছাড়া টিকা প্রদানকারি তাঁকে পরপর টিকা দিচ্ছেন বলে তিনি আপত্তিও করেননি।’

সিভিল সার্জন আরও জানান, এই ঘটনায় তদন্ত করে জানা গেছে, তাঁকে একবারই টিকা দেওয়া হয়েছে। অ্যালার্জিজনিত কারণে তাঁর হাতের ওপরের অংশ ফুলে গেছে বলে তদন্ত করে আমাকে জানিয়েছেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইসির তালিকায় যুক্ত নতুন নির্বাচনী প্রতীক ‘শাপলা কলি’

‘আমি আওয়ামী লীগ করি, এটাই অপরাধ’

প্রতারণার জন্য কাঠগড়ায় দাঁড়িয়ে গেছে এই সরকার: মান্না

সময়ক্ষেপণ করবেন না, আগামীকালের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করুন— প্রধান উপদেষ্টাকে জামায়াত

বিদ্যুতের লাইন ঠিক করার কথা বলে ঘরে ঢুকে কিশোরীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ