Ajker Patrika

কিশোরী ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২

মুক্তাগাছা প্রতিনিধি
আপডেট : ০২ জানুয়ারি ২০২২, ১৬: ২৮
কিশোরী ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২

মুক্তাগাছায় ধর্ষণের শিকার এক কিশোরী অন্তঃসত্ত্বা হয়েছে। এ ঘটনায় তার বাবা বাদী হয়ে মুক্তাগাছা থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছেন। পুলিশ দুই আসামিকে গ্রেপ্তার করেছে।

অভিযোগে জানা গেছে, মধুপুর উপজেলার একটি গ্রামের ওই কিশোরী (১৬) মুক্তাগাছার একটি গ্রামে তার নানার বাড়িতে থাকে। ৩-৪ মাস আগে পার্শ্ববর্তী ফুলবাড়িয়া উপজেলার একটি গ্রামের দুলাল (২০) ও মুক্তাগাছার হাফিজুল (২০) রাতে ঘরে ঢুকে হত্যার ভয় দেখিয়ে ওই কিশোরীকে ধর্ষণ করেন।

আরও জানা গেছে, পরে প্রায়ই ঘরে ঢুকে নানাভাবে ভয় দেখিয়ে ধর্ষণ করে আসছিলেন তাঁরা। এতে কিশোরীটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। বিষয়টি তার নানিসহ আত্মীয়স্বজনরা ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিদের জানালে তাঁরা আইনি ব্যবস্থা নিতে পরামর্শ দেন। গতকাল শনিবার ওই কিশোরীর বাবা বাদী হয়ে মুক্তাগাছা থানায় মামলা করেন।

মুক্তাগাছা থানার ওসি মাহমুদুল হাসান বলেন, ধর্ষণের অভিযোগে মামলা করেছেন ওই কিশোরীর বাবা। এর পরিপ্রেক্ষিতে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত