আজকের পত্রিকা ডেস্ক
চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, চাঁদপুর, ফেনী ও লক্ষ্মীপুরে জেলা পরিষদ নির্বাচন হয়েছে। গতকাল সোমবার সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত ভোট গ্রহণ হয়। এই ছয়টি জেলার পাঁচটিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তাঁদের মধ্যে কুমিল্লা, ফেনী ও লক্ষ্মীপুরে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। চট্টগ্রাম ও চাঁদপুরে ক্ষমতাসীন দল মনোনীত প্রার্থীরা বিপুল ব্যবধানে জয়ী হয়েছে। কক্সবাজারে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হারিয়ে নির্বাচিত হয়েছেন।
চট্টগ্রামে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এ টি এম পেয়ারুল ইসলাম আনারস প্রতীক নিয়ে ২ হাজার ৫৬৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতীক নিয়ে নারায়ণ রক্ষিত পেয়েছেন ১২৪ ভোট।
কক্সবাজারে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহসভাপতি শাহীনুল হক মার্শাল বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। আনারস প্রতীক নিয়ে তিনি ৫৭৮ ভোট পেয়েছেন। গতকাল তাঁকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সংসদ সদস্য মোস্তাক আহমদ চৌধুরী মোটরসাইকেল প্রতীক নিয়ে ৩৯৫ ভোট পেয়েছেন।
কুমিল্লার ১৫টি উপজেলার ১৭টি ওয়ার্ডের মধ্যে ১২টি ওয়ার্ডে এবং ৬টি সংরক্ষিত ওয়ার্ডের মধ্যে ৫টিতে নির্বাচন হয়েছে। এর আগে চেয়ারম্যানসহ ৬ সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচনে বিনা ভোটে আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাবলুসহ ১৭টি ওয়ার্ডের বিজয়ী সব সদস্যই আওয়ামী লীগের অনুসারী।
এদিকে গতকাল নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে হোমনায় ইউনুস নামের একজনকে সাত দিনের কারাদণ্ড ও লালমাইয়ে একজনকে জরিমানা করা হয়েছে।
চাঁদপুরে চেয়ারম্যান পদে ওচমান গনি পাটওয়ারী মোবাইল ফোন প্রতীকে ৭২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী জাকির হোসেন প্রধানিয়া আনারস প্রতীকে ৫০৫ ভোট পেয়েছেন।
ফেনীতে চেয়ারম্যানসহ আওয়ামী লীগ-সমর্থিত সব প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে চেয়ারম্যান পদে খায়রুল বাশার মজুমদার তপনসহ সদস্য পদে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন।
লক্ষ্মীপুরে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন। এদিকে উৎসবমুখর পরিবেশে লক্ষ্মীপুর জেলা পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে।
চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, চাঁদপুর, ফেনী ও লক্ষ্মীপুরে জেলা পরিষদ নির্বাচন হয়েছে। গতকাল সোমবার সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত ভোট গ্রহণ হয়। এই ছয়টি জেলার পাঁচটিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তাঁদের মধ্যে কুমিল্লা, ফেনী ও লক্ষ্মীপুরে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। চট্টগ্রাম ও চাঁদপুরে ক্ষমতাসীন দল মনোনীত প্রার্থীরা বিপুল ব্যবধানে জয়ী হয়েছে। কক্সবাজারে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হারিয়ে নির্বাচিত হয়েছেন।
চট্টগ্রামে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এ টি এম পেয়ারুল ইসলাম আনারস প্রতীক নিয়ে ২ হাজার ৫৬৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতীক নিয়ে নারায়ণ রক্ষিত পেয়েছেন ১২৪ ভোট।
কক্সবাজারে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহসভাপতি শাহীনুল হক মার্শাল বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। আনারস প্রতীক নিয়ে তিনি ৫৭৮ ভোট পেয়েছেন। গতকাল তাঁকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সংসদ সদস্য মোস্তাক আহমদ চৌধুরী মোটরসাইকেল প্রতীক নিয়ে ৩৯৫ ভোট পেয়েছেন।
কুমিল্লার ১৫টি উপজেলার ১৭টি ওয়ার্ডের মধ্যে ১২টি ওয়ার্ডে এবং ৬টি সংরক্ষিত ওয়ার্ডের মধ্যে ৫টিতে নির্বাচন হয়েছে। এর আগে চেয়ারম্যানসহ ৬ সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচনে বিনা ভোটে আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাবলুসহ ১৭টি ওয়ার্ডের বিজয়ী সব সদস্যই আওয়ামী লীগের অনুসারী।
এদিকে গতকাল নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে হোমনায় ইউনুস নামের একজনকে সাত দিনের কারাদণ্ড ও লালমাইয়ে একজনকে জরিমানা করা হয়েছে।
চাঁদপুরে চেয়ারম্যান পদে ওচমান গনি পাটওয়ারী মোবাইল ফোন প্রতীকে ৭২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী জাকির হোসেন প্রধানিয়া আনারস প্রতীকে ৫০৫ ভোট পেয়েছেন।
ফেনীতে চেয়ারম্যানসহ আওয়ামী লীগ-সমর্থিত সব প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে চেয়ারম্যান পদে খায়রুল বাশার মজুমদার তপনসহ সদস্য পদে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন।
লক্ষ্মীপুরে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন। এদিকে উৎসবমুখর পরিবেশে লক্ষ্মীপুর জেলা পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
৪ দিন আগেবিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪