Ajker Patrika

চালুর আগেই নির্মাণাধীন সেতুতে ফাটল মিঠাপুকুরে

মিঠাপুকুর প্রতিনিধি
আপডেট : ০১ এপ্রিল ২০২২, ২১: ৫৭
Thumbnail image

মিঠাপুকুরে যানবাহন চলাচল শুরু না হতেই নির্মাণাধীন একটি সেতুতে ফাটল দেখা দিয়েছে। নিম্নমানের কাজ করায় সেতুতে ফাটল ধরেছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। উপজেলার খোড়াগাছ ইউনিয়নের মিল বাজার এলাকায় প্রায় ২০ লাখ টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করছে ফাতেমা ট্রেডার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।

উপজেলা প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা যায়, উপজেলার খোড়াগাছ ইউনিয়নের শেষ প্রান্তে মিলবাজার এলাকায় চলতি অর্থবছরে ১৯ লাখ ৯৩ হাজার টাকা ব্যয়ে ৬ দশমিক ৯ মিটার দৈর্ঘ্য ও ৪ দশমিক ৮৮ মিটার প্রস্থের একটি সেতুর নির্মাণকাজ চলমান রয়েছে। লালমনিরহাট জেলার ফাতেমা ট্রেডার্স নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান সেতুটি নির্মাণ করছে। গত বছরের নভেম্বরে সেতুটির কাজ শুরু হয়। চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি নির্মাণকাজ শেষ করার কথা ছিল। কিন্তু এখনো চলাচলের জন্য উপযোগী হয়নি সেতুটি। এরই মধ্যে সেতুটির একাধিক স্থানে ফাটল দেখা দিয়েছে। যানবাহন চলাচলের আগেই সেতুটিতে ফাটল দেখা দেওয়ায় স্থানীয় বাসিন্দারা উপজেলা পরিষদের চেয়ারম্যানের কাছে কয়েক দিন আগে অভিযোগ করেছেন।

স্থানীয় বাসিন্দা আমজাদ হোসেন বলেন, ‘ঠিকাদারের লোকজন নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে সেতুটির কাজ করায় ফাটল ধরেছে।’

মিলবাজার এলাকার লিয়াকত আলী জানান, এলাকাবাসীর বাধা সত্ত্বেও ঠিকাদারের লোকজন স্থানীয় কয়েকজনকে ম্যানেজ করে রাতের আঁধারে ফাটলে সিমেন্ট ও বালুর প্রলেপ দিয়ে ধামা-চাপা দেওয়ার চেষ্টা করছে।

এদিকে, এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন সরকার ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী রেজাউল করিম ইতিমধ্যে সেতুটি পরিদর্শন করেছেন।

খোড়াগাছ ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আসাদুজ্জামান জানান, সেতুটির একাধিক স্থানে ফাটল দেখা দিয়েছে। নির্মাণাধীন সেতুটি দিয়ে ১০-১৫টি গ্রামের মানুষ রংপুর শহরসহ বিভিন্ন স্থানে যাতায়াত করে থাকেন। সেতুটি নিয়ম অনুযায়ী নির্মাণ করা প্রয়োজন।

উপজেলা প্রকৌশলী আক্তারুজ্জামান বলেন, ‘সেতুটি এখনো নির্মাণাধীন। হস্তান্তরের আগ পর্যন্ত সম্পূর্ণ দায়দায়িত্ব ঠিকাদারের। তবে বড় ধরনের কোনো ত্রুটি দেখা দিলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত