Ajker Patrika

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আলোর মিছিল

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২১, ১১: ৪৫
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আলোর মিছিল

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মানিকগঞ্জে আলোর মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মানিকগঞ্জ জেলা সংসদের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। মানিকগঞ্জ শরৎ প্রেস মোড় থেকে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলক এসে মিছিল শেষ হয়। এরপর সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সিপিবি মানিকগঞ্জ জেলা শাখার সম্পাদক মণ্ডলীর সদস্য খুশি মোহন দাসের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মানিকগঞ্জ জেলা সংসদের সভাপতি এম আর লিটন, সহসভাপতি রুমা আক্তার, সাধারণ সম্পাদক রাসেল আহম্মদ, সিপিবি মানিকগঞ্জ জেলা শাখার সহসাধারণ সম্পাদক আরশেদ আলী, সদস্য ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সাংগঠনিক সম্পাদক রাহুল সরকার, কোষাধ্যক্ষ সৈয়দা সাবরিনা সমপা প্রমুখ।

বক্তারা বলেন, আজ দেশজুড়ে বিজয়ের ৫০ বছর এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালিত হচ্ছে। কিন্তু দেশের মানুষের প্রকৃত বিজয় এখনো সম্ভব হয়নি, দেশে ধনী-গরিবের পার্থক্য বেড়েছে। ঘুষ, দুর্নীতি ও সাম্প্রদায়িক সহিংসতা বৃদ্ধি পেয়েছে। দেশের এই অবস্থা থেকে উত্তরণের জন্য ‘‘ভিশন একাত্তর’’ বাস্তবায়ন করতে হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত