Ajker Patrika

ভোটারকে আকৃষ্ট করবেন কাজ দিয়ে

জয়পুরহাট প্রতিনিধি
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ১৬: ৫৮
ভোটারকে আকৃষ্ট করবেন কাজ দিয়ে

নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম বলেছেন, ‘পক্ষপাতমূলক আচরণ করলে, কাউকে ছাড় দেওয়া হবে না। সেটা যদি রিটার্নিং কর্মকর্তা করে বা যদি আইন-শৃঙ্খলা বাহিনীতে নিয়োজিত কোনো বাহিনী করেন; সবার বিরুদ্ধেই আইনের ব্যবস্থা আছে।’

গত শনিবার রাত ৮টার দিকে জেলা প্রশাসকের সভাকক্ষে জয়পুরহাটে চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উপলক্ষে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং চেয়ারম্যান পদে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় বেগম কবিতা খানম এ কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম। এতে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ নির্বাচন কমিশনের কমিশনার বেগম কবিতা খানম।

বেগম কবিতা খানম আরও বলেন, ‘অসুষ্ঠু নির্বাচন আমরা কেউ চাই না। আপনারাও চান না। আপনারা যাঁরা প্রার্থী, তাঁরা ভোটারকে আকৃষ্ট করবেন-আপনার কথা দিয়ে। পেশি দিয়ে নয়, পয়সা দিয়ে নয়, আপনার কথা দিয়ে, আপনার কাজ দিয়ে; আপনার ব্যবহার দিয়ে।’

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘একটা সুষ্ঠু পরিবেশ যাতে বজায় থাকে-সেটা নির্বাচনের দিন থেকে শুরু করে, ফলাফল পর্যন্ত, ফলাফলের পরের দিন পর্যন্ত; সে ব্যাপারে আইন-শৃঙ্খলা বাহিনীকে আপনারা সহায়তা করবেন। তাহলেই দেখবেন-আপনি, আমরা, আমাদের ছেলেমেয়েরা সবাই আমরা নিরাপদ।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যাংকিংয়ের নামে কারসাজি, ফাঁসছে ফার্স্ট সিকিউরিটি

‘আমার নিরপরাধ ছেলেডারে ডাইক্যা নিয়া ওসি স্যার জেলে ডুকাইয়া দিল’

রাঙামাটির হোটেল থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, ম্যানেজার আটক

চাঁদাবাজদের কথিত তালিকা নিয়ে রাজশাহীতে তোলপাড়, বিএনপি-জামায়াত নেতাদের নাম

ম্যানহোলে পড়ে নারী নিখোঁজ: ‘‎মব’ তৈরি করে হামলার চেষ্টা, উদ্ধার কার্যক্রম বন্ধ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত