Ajker Patrika

মদনে শ্রমিক নেতাকে কুপিয়ে জখম, আটক ২

মদন (নেত্রকোনা) প্রতিনিধি
আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, ১৬: ৩৩
মদনে শ্রমিক নেতাকে কুপিয়ে জখম, আটক ২

নেত্রকোনার মদনে হাবিবুর রহমান নামে এক শ্রমিক নেতাকে কুপিয়ে জখম করেছেন প্রতিপক্ষের লোকজন। গত বুধবার সন্ধ্যায় পৌর সদরে মদন-কেন্দুয়া সড়কের সিএনজি স্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

এ সময় হাবিবুরের ভাতিজা মোকাররমকেও কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে আহত দুজনকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

এদিকে হামলায় জড়িত সোহেল মিয়া (৩৫) ও মোহাম্মদ (২৭) নামে দুজনকে আটক করেছে পুলিশ। সোহেল ও মোহাম্মদ চানগাও গ্রামের মৃত জানু মিয়ার ছেলে। গ্রেপ্তারকৃতদের গতকাল বৃহস্পতিবার নেত্রকোনা আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।

পুলিশ ও স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে, মদন উপজেলা অটোসিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি হাবিবুর রহমানের সঙ্গে উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি লিটন বাঙালির দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। দুই পক্ষের মধ্যে হত্যা মামলাসহ এক ডজনের বেশি মামলা চলমান রয়েছে। ৪-৫ দিন আগে তুচ্ছ ঘটনা নিয়ে লিটন বাঙালির ছেলে সোহাগের সঙ্গে হাবিবুরের ভাতিজা মোকাররমের তর্ক হয়। এরই জের ধরে গত বুধবার সন্ধ্যায় লিটন বাঙালির লোকজন হাবিবুর ও তার ভাতিজার ওপর অতর্কিত হামলা চালায়।

উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি লিটন বাঙালি মোবাইল ফোনে জানান, তার ছেলে সোহাগ নয় ভাতিজা সুমনের সঙ্গে তর্কবিতর্ক হয় হাবিবুরের ভাতিজা মোকারমের। হামলা নয় তর্কবিতর্কের জেরে মারপিটের ঘটনা ঘটে। এতে আমার তিনজন লোক আহত হলে পাশের উপজেলা কেন্দুয়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফেরদৌস আলম বলেন, আহত হাবিবুর ও মোকাররমের অবস্থা আশঙ্কাজনক। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত