Ajker Patrika

জমিতে সার দিলেন শ্যামনগরের সাংসদ

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, ১৮: ০২
জমিতে সার দিলেন শ্যামনগরের সাংসদ

কৃষি জমিতে জৈব সার ব্যবহারে স্থানীয় কৃষকদের উৎসাহিত করতে কৃষক বেশে নিজের জমিতে নেমে আলোচনায় এসেছেন শ্যামনগর উপজেলা ও কালীগঞ্জের আংশিক নিয়ে গঠিত সাতক্ষীরা ৪ আসনের সাংসদ এসএম জগলুল হায়দার। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার সকালে শ্যামনগর উপজেলা সদরের নকিপুর গ্রামে।

গতকাল সকালে সাংসদের নিজস্ব জমিতে রোপণকৃত ধানখেতে শ্রমিকেরা সার ছিটানোর কাজ করতে আসেন। এ সময় সাংসদ নিজে তাঁদের সঙ্গে খেতে নেমে পড়েন এবং প্রায় তিন বিঘা জমিতে একসঙ্গে সার ছিটান।

এক সময় উৎসুক জনতা ধানখেতে সাংসদের সার ছিটানোর কাজ দেখে জড়ো হতে শুরু করেন। একপর্যায়ে বড় জটলার মতো সৃষ্টি হয়।

পরে সমবেত মানুষদের উদ্দেশ্যে সাংসদ বলেন, সবার যাঁর যাঁর নিজের কাজগুলো সময় পেলে নিজের হাতে করা উচিত। তিনি নিজের হাতে জমিতে সার ছিটাতে পছন্দ করেন।

সাংসদ সেখানে উপস্থিত চাষিসহ স্থানীয় বাসিন্দাদের আরও বলেন, জমির উর্বরতা শক্তি ধরে রাখা দরকার। রাসায়নিক সারের জমির অনেক ক্ষতি হয়। তাই উর্বরতা শক্তি বৃদ্ধির জন্য তিনি আগেই নিজ বাড়িতে জৈব সার তৈরির ব্যবস্থা রেখেছিলেন। তিনি বলেন, জৈবসারের বিকল্প নেই। এ সারে কৃষিজমির উর্বরতা শক্তি বৃদ্ধি পায়। ফলনও বেশি হয়। এজন্য তিনি চাষিদের নিজ নিজ বাড়িতে জৈব সার তৈরির পরামর্শ দেন। চাষাবাদের কাজে জৈব সার ব্যবহারের পরামর্শ দেন। এতে কৃষকেরা উদ্বুদ্ধ হন। তাঁরাও সাংসদের পথ অনুসরণ করবেন বলে জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সিএইচসিপি কারাগারে: ৫ দিন ধরে কমিউনিটি ক্লিনিক তালাবদ্ধ, স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত এলাকাবাসী

২০২৬ বিশ্বকাপের ভেন্যুর তালিকা চূড়ান্ত করল আইসিসি, পাকিস্তান খেলবে কোথায়

পোড়া কার্গো ভিলেজ থেকে মোবাইল ফোন চুরি, আনসার সদস্য বরখাস্ত

সবচেয়ে বেশি বেতন-ভাতা পাওয়া সিইও এখন মাস্ক, পরিমাণ ১ ট্রিলিয়ন ডলার

সুদান যুদ্ধে আমিরাতের বিপরীতে মিসর-তুরস্কের বিরল ঐক্য, ঢুকছে অস্ত্র ও ড্রোনচালক

এলাকার খবর
Loading...