Ajker Patrika

ভোটের মাঠে বিএনপির ৫ নেতা

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি
আপডেট : ২০ নভেম্বর ২০২১, ১২: ২৯
ভোটের মাঠে বিএনপির ৫ নেতা

তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বড়লেখা উপজেলার ১০টি ইউপিতে ভোটগ্রহণ হবে ২৮ নভেম্বর। নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ১০ জনসহ মোট ৪৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে পাঁচটি ইউপিতে স্বতন্ত্র প্রার্থীর মোড়কে বিএনপির পাঁচ নেতা দিনরাত কর্মী-সমর্থকদের নিয়ে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন।

তাঁদের মধ্যে সাবেক তিন ইউপি চেয়ারম্যান রয়েছেন। যদিও নির্বাচনে বিএনপি দলীয়ভাবে অংশ নেয়নি। তবুও উপজেলা বিএনপির পাঁচ নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন।

এসব প্রার্থী বলছেন, তাঁদের দল নির্বাচনে অংশ না নিলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে কোনো বাধা-নিষেধ নেই। তাই তাঁরা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়েছেন।

দলীয় সূত্রে জানা গেছে, নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলার বর্ণি ইউনিয়নে আনারস প্রতীক নিয়ে মাঠে প্রচার চালাচ্ছেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদিন। নিজবাহাদুরপুর ইউনিয়নে আনারস প্রতীক নিয়ে মাঠে আছেন উপজেলা বিএনপির সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আলাল উদ্দিন। এ ব্যাপারে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খসরু বলেন, ‘ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমাদের কোনো দলীয় নির্দেশনা নেই। যে কেউ স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে পারবেন।’

এদিকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হওয়ায় দলের ১৫ জন নেতা-কর্মীকে বহিষ্কার করেছে উপজেলা আওয়ামী লীগ। শুক্রবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পরিবেশ মন্ত্রী মো. শাহাব উদ্দিন এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত