Ajker Patrika

তৃণমূলে দলকে চাঙা করার তাগিদ

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি  
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২১, ১৬: ৪৭
তৃণমূলে দলকে চাঙা করার তাগিদ

তৃণমূলে সংগঠনকে আরও চাঙা করার তাগিদ দিয়েছেন বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগের নেতারা। গতকাল সোমবার সকালে অনুষ্ঠিত সভায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ানম্যান প্রার্থীদের বিষয়েও আলোচনা হয়।

গতকাল সকাল ১০টায় নাইক্ষ্যংছড়ি বাজারে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মো. শফিউল্লাহ। এতে বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি আব্দুর রহমান, সিনিয়র নেতা আবু তাহের কোম্পানি, আলহাজ হাবিবুল্লাহ, জাহাঙ্গীর আজিজ, মো. আলম প্রমুখ বক্তব্য রাখেন।

সভাটি সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইমরান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত